ভারতীয় চলচ্চিত্রের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। তার মৃত্যুতে শোকাচ্ছন্ন বলিউড। ভারতে সব শ্রেণির মানুষ শোক জানাচ্ছেন তার মৃত্যুতে। শোক জানালেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ভারতের এক গণমাধ্যমে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে প্রতি সমবেদনা প্রকাশ করেছেন নায়িকা।
শ্রীলেখা মিত্র বলেন, ‘সুশান্তের মৃত্যুর খবরটা জানার পর থেকে খুব কষ্ট হচ্ছে। আমি সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকছি। কারণ ওর হাসি মুখের ছবিটা দেখলেই মনটা খারাপ হয়ে যাচ্ছে। কোনও একটা মাত্র কারণের জন্য কেউ এরকম একটা কাজ করে না। এর পেছনে অনেক কারণ থাকে।’
সোমবার সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্তের রিপোর্ট এসেছে। ‘জনসত্তা’ ও ‘নব ভারত টাইম’ এ প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্তের রিপোর্টে তার মৃত্যুকে আত্মহত্যায় বলা হয়েছে।