“আর আর এম এম স্টিলের” বিজ্ঞাপণে সজল

দর্শকনন্দিত অভিনেতা আব্দুন নূর সজল৷ দর্শকদের ব্যতিক্রমধর্মী কাজ উপহার দিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় “আর আর এম এম স্টিল” এর বিজ্ঞাপণে তাকে দেখা যাচ্ছে সে একজন চাকুরীজীবি’র চরিত্রে । তার মায়ের চরিত্রে দেখা গেছে অভিনয়শিল্পী
শিল্পী সরকার অপুকে। পরিবারে সকলের প্রতি ভালবাসার সেতুবন্ধন ; বিশেষ করে মা ও ছেলের নিঃশ্বাস ভালোবাসার গভীর বহিঃপ্রকাশ ফুটে উঠেছে এ কাজটিতে৷ এ বিজ্ঞাপণে শিল্পী সরকার অপু সজলকে সেহরিতে ঘুম থেকে উঠানোর জন্য বলছেন; শুভ উঠ বাবা। তাড়াতাড়ি উঠ সেহরির সময় হয়ে গেছে৷ সজলঃ উঠছি৷ মা। এখানে সজলের চারিত্রিক নাম শুভ।
আবার শিল্পী সরকার অপু বলছেনঃ শুভ ;বাসায় তো খেজুর শেষ। অফিস থেকে আসার সময় খেজুর নিয়া আসিস বাসায়। সজলঃঠিক আছে মা৷ শুভ ইফতারিতে খেজুর নিয়া এসে বলে মা এই যে তোমার খেজুর। কিন্ত শুভর মা তো বেঁচে নেই। তখন করুণ চিত্র ফুটে উঠেছে। সজল জানান; মূলত মাকে ভালোবাসার জন্য প্রতিটি দিনই মা দিবস। আলাদা কোন দিনের প্রয়োজন হয় না। কাজটি করে ভীষণ ভালো লেগেছে। তাছাড়া দর্শকদেরও অবশ্যই ভালো লাগবে। কারণ; মাকে সবাই ভালোবাসে৷ উল্লেখ্য ; সজল সম্প্রতি “ব্যাচ ২০০৩” চলচ্চিত্রে সাইকো সুমন চরিত্রটি করে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন। এছাড়া এ চলচ্চিত্রে “ধ্বংস আগুন ” নামের একটি গান করে প্রথম প্লেব্যাকেই বাজিমাত করেছেন

সদ্য প্রকাশিত

সম্পর্কিত পোস্ট