বিনোদন প্রতিবেদক:-
ওয়েব সিরিজ ‘এক্স লাভ’ এর প্রমো আসছে নির্মাতা সেলিম রেজার জন্মদিনে। সিনেটেক মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে প্রকাশ করা হবে।
ওয়েব ফিল্ম সত্য ঘটনার অবলম্বনে নির্মিত।
ওয়েব ফিল্মে অভিনয়ে দেখা যাবে- আমান রেজা, আশিক চৌধুরী, নির্জোনা আফরোজ, প্রিয়া অনন্যা, সাফি খান, সাহেলা আক্তার প্রমুখ।
আমান রেজা বলেন, ‘এক্স লাভ’-এর গল্প খুব সুন্দর। নানা চমক রয়েছে। তা ছাড়া সেলিম ভাই আমার বেশ পছন্দের একজন নির্মাতা। প্রথমবার ওয়েব ফিল্মে কাজ করলাম। সব মিলিয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে।
পাশাপাশি এবছরে এমন একটি কাজের মধ্য দিয়ে শুরু করছি বলে বেশ ভালো লাগছে।
আশিক চৌধুরী বলেন, আমি সব সময় নতুন কিছু করার চেষ্টা করি। এ ওয়েব সিরিজে আমি নিজেকে উজার করে দিয়েছি । আশা করি সবার ভালো লাগবে।’
অভিনেত্রী নির্জোনা আফরোজ বলেন, আমার অভিনয়ের শুরুটা সেলিম রেজা ভাইয়ের হাত ধরে। তার সাথে কাজ করতে পেরে ভালো লাগছে। কাজটা দারুণ উপভোগ করেছি। আশা করছি সবার ভালো লাগবে।
নির্মাতা সেলিম রেজা বলেন, আমার জন্মদিন ১০ই এপ্রিল। এই বিশেষ দিনে তাই সিদ্ধান্ত নিয়েছি ‘এক্স লাভ’ এর প্রমো অবমুক্ত করবো।
সিনেটেক মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এই ওয়েব ফিল্মটি প্রযোজনা করেছে সেলিম রেজা। এটির গল্প লিখেছেন শাহরিয়ার ইসলাম, চিত্রনাট্য করেছেন সালমান জসীম।