নাজমুল হুদা তৌকির :
বর্তমানে ড্যান্স পারফরম্যান্সে আলোচিত নাম ‘অ্যালিফিয়া স্কোয়াড’ ।অত্যন্ত সুগঠিত ও অভিজ্ঞ নৃত্য দল এই টিমে যুক্ত আছে। এই টিমের কর্ণধর তরুন প্রজন্মের নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার মোফাসসাল আলিফ।
বর্তমানে কাজ করছে ‘অপারেশন জ্যাকপট’ সিনেমার একটি নাচের গানে। মোফাসসাল আলিফ দেশের বাইরে এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশে পারফর্ম করলেও এবারই প্রথম পারফর্মেন্স করতে যাচ্ছেন ইউরোপের দেশে।
আগামী ২৬ মার্চ ন্যাদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাসের আমন্ত্রণে আমস্টারডামে নৃত্য পরিবেশন করবেন। সঙ্গে থাকবে আরেক তরুণ নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার মাটি সিদ্দিকী। আগামী ৬ এবং ৭ এপ্রিল ফ্রান্সে মিরাবাঈ ড্যান্স স্কুলের আমন্ত্রণে বলিউড এবং হাই হিলস ড্যান্সের ওপর দুটি নৃত্য কর্মশালা করাবেন।
আলিফ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৃত্যকলা বিভাগে নাচের ওপর মাস্টার্স করছেন। গতকালকের একটি ফ্লাইটে তারা ন্যাদারল্যান্ডস এর উদ্দেশ্যে রওনা হয়েছেন।