নাজমুল হুদা তৌকির :
২০১৮ সালে সঙ্গীত শিল্পী বাপ্পির হিন্দি গান ‘ধীরে ধীরে’ এর মাধ্যমে মিডিয়া অঙ্গনে পা রেখেছেন নাহার কনা।
একই বছর পরিচালক হাসান জাহাঙ্গীরের ধারাবাহিক নাটক ‘চাপাবাজে’ তিনি অভিনয় করেছেন।
বৈশাখী টিভি চ্যানেলে ধারাবাহিক নাটক ‘আজব রঙের মানুষ’ এ তাকে সহযোগী অভিনেত্রী হিসেবে দেখা যায়।
তার আরো কিছু উল্লেখযোগ্য ধারাবাহিক নাটকের মধ্যে আছে ‘ভাই বিয়ে করবে’ পরিচালক সাইদুর রহমানের পরিচালনায় আর টিভিতে প্রকাশিত হয়েছিল।
২০১৯ সালে মাছরাঙ্গা টিভিতে শেখ নাজমুল হুদা ইমন এর পরিচালনায় ঈদের নাটক ‘টাকাটা কি আপনার’ এই নাটকে অভিনয় করেছেন নাহার কণা।
চ্যানেল নাইনে প্রকাশিত ঈদের নাটক ‘আমার বাড়ি মেঘের বাড়ি’ নাটকে অভিনয় করেছেন তিনি।
২০২২ সালে নৃত্য পরিচালক মাইকেল বাবুর সাথে তিনি একটি মিউজিক ভিডিওতে কাজ করেছেন।
তাছাড়া ‘হোয়াইট ডিটারজেন্ট পাউডার’ এর বিজ্ঞাপনে তিনি কাজ করেছেন।
বর্তমানে এস এ টিভিতে পরিচালিত ১০০ পর্বের ধারাবাহিক নাটক ‘গঞ্জের মানুষে’ তিনি অভিনয় করেছেন।
অসংখ্য ব্র্যান্ডের পোশাক হাউসের সাথে তিনি ফটো শুটের কাজ করেছেন।
ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় সম্প্রতি বড় পর্দায় তিনি একটি কাজ করেছেন।
অসংখ্য ইউটিউব চ্যানেলের শর্ট ফিল্মে তিনি কাজ করেছেন।
ভবিষ্যতে তিনি একজন বড় অভিনয়শিল্পী হতে চান।
সকলের দোয়া ও ভালবাসার নিয়ে তিনি আগামীতে আরো বড় বড় কাজ দর্শকদের সামনে উপহার দিতে চান সময়ের এই ব্যস্ততম অভিনেত্রী নাহার কণা।