নাজমুল হুদা তৌকির:
গতকাল রাজধানীর বনানীতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো জেকে ফরেইন ব্রান্ডস এর ৯ম বর্ষপূর্তি । চিত্রনায়ক আরেফিন শুভ ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া’র উপস্থিতিতে কেক কেটে পালন করা হয়েছে।
প্রতিষ্ঠাতা ইসরাত জাহান মারিয়া জানান; কাজটা চ্যালেঞ্জ ছিল। আমি আত্মনির্ভরশীলভাবে কাজটি করেছি। ৯ বছরে অনেক শুভাকাঙ্ক্ষী যারা জেকে এর আজকের সাফল্যের অংশীদার। সকলের দোয়া কামনা করছি। আন্তর্জাতিকভাবে জেকে ফরেইন ব্রান্ডস প্রোমোট করার জন্য আশা বাদী। আমার ধারণা ছিল কঠোর পরিশ্রম করে সফলতা অর্জন করা যায়। যারা ব্লগার; ইনফ্লুয়েঞ্জার তারা আমাদের আজকের এ দিনটির তারাও অংশীদার ।
নুসরাত ফারিয়া জানান; জেকে ফরেইন ব্র্যান্ডস আমার পরিবার। অনেক অনেক শুভ কামনা সব সময়।