রিফাত রাহুল খাঁন :
মিডিয়া অঙ্গনে ফটোগ্রাফি জগতের অনন্য নাম দীপন চন্দ্র । নিজের সুনিপুণ কাজের মাধ্যমে দীর্ঘ বছর ধরে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন আপন মহিমায়। গতকাল রাজধানীর মোহাম্মদপুর বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো “দাদা স্টুডিও” এর পথচলা। এ সময় কেক কেটে ও ফিতা কেটে দাদা স্টুডিও’র শুভ সূচনা করা হয়৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বনামধন্য উপস্থাপক ও চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস; ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা ; ফ্যাশন কোরিওগ্রাফার বুলবুল টুম্পা ; মডেল অন্তু করিম; এডিশনাল এসপি (পিবিআই) ঢাকা ; আউয়াল হোসেন খান সহ অনেক গণ্যমাণ্য ব্যক্তি এবং সাংবাদিকগণ। দাদা স্টুডিও’র কর্ণধার দীপন চন্দ্র বলেন; সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমার আমন্ত্রণ গ্রহণ করে আমাকে শুভেচ্ছা জানাতে এসেছেন। সকলের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই… সবাই পাশে থাকবেন এবং আশীর্বাদ করবেন যেন আমার আগামী দিনগুলো উজ্জ্বল ও সাফল্য মন্ডিত হয়৷
জমকালো আয়োজনে শুভ সূচনা করলো দীপন চন্দ্রের “দাদা স্টুডিও”
সম্পর্কিত পোস্ট