শোবিজ ডেস্ক :
শুক্রবার রাজধানীর অদূরে গাজীপুরের হোতাপাড়ায় আশরাফুল আলম ওরফে হিরো আলমের প্রযোজনায় নতুন একটি চলচ্চিত্রে কাজ শুরু করেছেন। ছবির নাম নম্বর ওয়ান হারামি। এই ছবিতে হিরো আলমের দুই নায়িকার একজন একা। অন্যজন রিয়ামনি। চিত্রনায়িকা একা কারাবন্দি ছিলেন। গৃহকর্মীকে মারধরের কারণে তাঁর বি’রুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় মা’মলা হয়। পরে আরেকটি মা’দক মা’মলা হয়। পরে জামিনে মুক্তি পেয়ে বেরিয়ে আসেন। দীর্ঘদিন অন্তরালে থাকার পর অভিনেত্রী অভিনয়ে ফিরেছেন।
বিষয়টি নিশ্চিত করে আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেন, ‘আমি নতুন সিনেমার শুটিং শুরু করেছি। এই সিনেমায় আমার নায়িকা দুইজন একজন একা আপু আরেকজন রিয়া মনি। আজকে গানের মাধ্যমে শুটিং শুরু হয়েছে। এরপর আমরা সিনেমার মূল শুটিং শুরু করবো।’
তিনি বলেন, ‘একা আপু আমার বড়। তিনি চলচ্চিত্রে অভিজ্ঞ। তার থেকে অনেক কিছুই শিখছি। তিনি আমাকে সাহায্য করছেন শুটিংয়ে। এছজাড়াও রিয়ামনি নতুন হিসেবে ভালো কাজ করছে।’
গত বছর নি’র্যাতনের অভিযোগে গৃহকর্মী হাজেরা বাদী হয়ে নারী ও শিশু নির্যা’তন দমন আ’ইনে একটি মাম’লা করেন। এ ছাড়া একার বাসা থেকে মাদক উদ্ধার হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মাম’লা করে। ১ আগস্ট দুই মা’মলায় রি’মান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারা’গারে পাঠানো হয়। পরে জামিনে মুক্ত হন একা।