ঢালিউডের লাস্যময়ী মডেল প্রিয়া অনন্যা এবং বাংলা সিনেমার জাদরেল অভিনেতা ডন একসাথে পর্দা কাঁপাবেন ‘ও বাবুরে’ শিরোনামের আইটেম গানে। একের পর এক দর্শক নন্দিত কাজ ও আইটেম ধামাকা উপহার দিয়ে যাচ্ছেন আমাদের প্রিয়া অনন্যা। সাফল্যের এই ধারাবাহিকতায় প্রিয়া অনন্যা সম্প্রতি ডনের সাথে যুগলবন্দী হয়ে কাজ করলেন একটি আইটেম গানে। প্রথমবার একটি আইটেম গান গাইলেন মুনা চৌধুরী। এরই মধ্যে নির্মিত হলো গানটির মিউজিক ভিডিও। গানটির শিরোনাম ‘ও বাবুরে’। গানটির গীতিকার ও সুরকার রানা শেখ। সঙ্গীত আয়োজন করেছেন জাহিদ বাসার পঙ্কজ। গানটি ভিডিও পরিচালনা করেছেন সৌমিত্র ঘোষ ইমন।
গানটি নিয়ে প্রিয়া অনন্যা বলেন, একদিকে যেমন গানের লিরিক, সুর, কম্পোজিশন, মিউজিক, মিক্সিং দুর্দান্ত হয়েছে তেমনি দুর্দান্ত হয়েছে গানটির ভিডিও ধারন। মন খুলে পারফর্ম করতে পেরেছি এই কাজটিতে। আশা করি দর্শকরা খুব ভাল একটি কাজ পাবেন। নির্মাতা সৌমিত্র ঘোষ ইমন বলেন, ঈদের আগে যে কোন দিনে একটি চ্যানেলে প্রকাশ পাবে কন্ঠশিল্পী মুনার গান ‘ও বাবুরে’। গানের কথা গুলি অনেক সুন্দর মুনার গায়কী অসাধারণ। আশা করছি গানটি দর্শকের মাঝে সাড়া ফেলবে।