রিফাত রাহুল খাঁন :সানন্দা বিউটি পার্লার গরীব দু:খী ও অসহায় মানুষদের আস্থার ঠিকানা৷ করোনা কালীন সময়েও অনেক অসহায়দের পাশে দাঁড়িয়েছে এ পার্লারটি। সানন্দা বিউটি পার্লার এর কর্ণধার শামীমা আক্তার কুসুম জানান ; নিজের প্রতিষ্ঠান থেকে কোন গরীব -অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারলে নিজের কাছে গর্বিত মনে হয়। আত্মার পরিতৃপ্ত খুঁজে পাই। সব সময়ই চেষ্টা করি নিজের কর্ম দ্বারা অসহায় মানুষদের পাশে দাঁড়াতে। প্রতি মাসেই অন্তত কম হলেও একটি অসহায় মেয়ের ব্রাইডাল সাজের সম্পূর্ণ খরচ বিনামূল্যে এ পার্লার থেকে করা হয়। এছাড়া অসহায় মানুষদের পাশাপাশি লাভের চেয়ে ক্লাইন্টদের সন্তুষ্টি অর্জনই এ পার্লারের মূল উদ্দেশ্য। বিশেষ দিন ছাড়াও পুরো রমজান মাস জুড়েই চলছে বিশেষ মূল্য ছাড়!
এ মূল্য ছাড়ের সুযোগটি ২৫ রমজান পর্যন্ত কাস্টমারেরা উপভোগ করতে পারবেন।
অসহায় মেয়েদের ব্রাইডাল সাজ বিনামূল্যে করে দেয় সানন্দা বিউটি পার্লার : কুসুম
সম্পর্কিত পোস্ট