ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের বার্ষিক বনভোজনে তারার মেলা!

রিফাত রাহুল খাঁন :আজ রাজধানীর অদূরে ১০০ ফিট মাদানী এভিনিউ তে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন এর বার্ষিক বনভোজন -২০২২।

সকাল থেকে খেলাধূলা ও দুপুরে খাবার এবং বিকেলে চলে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান। মঞ্চে মনোমুগ্ধকর গান পরিবেশন করে দর্শক মাতিয়েছেন এস আই টুটুল; আরহাম চৌধুরীসহ অন্যান্য শিল্পীরা।

সারাদিন ব্যাপী এক অন্যরকম উৎসবমুখর সময় অতিবাহিত করেছেন আমন্ত্রিত অতিথিগণ৷ বনভোজন এ উপস্থিত ছিলেন- কিংবদন্তী অভিনেত্রী ডলি জহুর; শর্মিলী আহমেদ ; দিলারা জামান ;অভিনেতা মুকিত জাকারিয়া ; নায়ক আমান রেজা; শিপন মিত্র; অভিনেত্রী রুনা খান ; শবনম ফারিয়া; নাবিলা ইসলাম সহ আরও অনেকে৷
এ প্রসঙ্গে ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট মুনা চৌধুরী জানান ; ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন আয়োজিত এ মিলনমেলায় আমন্ত্রিত অতিথিদের আগমনে ভীষণ ভালো লেগেছে। সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশন এর প্রধান পৃষ্ঠপোষক সীমা হামিদ মহোদয় প্রতি তার অক্লান্ত পরিশ্রম ও অনুপ্রেরণায় প্রোগ্রামটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি৷
পরিশেষে পুরস্কার বিতরণ ও রেফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

সদ্য প্রকাশিত

সম্পর্কিত পোস্ট