জমকালো আয়োজনে “বিশ্বরঙ বাসন্তী সুন্দরী ২০২২” এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত

রিফাত রাহুল খাঁন : “বিশ্বরঙ” সুদীর্ঘ ২৭ বছর ধরে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অন্যতম ফ্যাশন ব্র্যান্ড হিসেবে পরিচিত একটি নাম। ফ্যাশন হাউজটি এই ২৭ বছরে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিকে বহু প্রতিভাবান মডেল উপহার দিয়েছে বিভিন্ন ইভেন্ট আয়োজনের মাধ্যমে। যারা নিজস্ব প্রতিভায় প্রতিনিয়ত আলোকিত করছে বাংলাদেশের মিডিয়া অঙ্গন। বিশ্বরঙ এর আয়োজনে “২০ – ২০ কালারস্” এবং “শারদ সাজে বিশ্বরঙ এর দিদি” প্লাটফর্ম থেকে যারা বিজয়ী হয়েছেন তাদের সবাই এখন মিডিয়া জগতের নাটক, সিনেমা, বিজ্ঞাপনে ভালো ভালো কাজ উপহার দিচ্ছেন । তারা হয়তো আগামী সময়ের উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠা পাবেন। সেই ধারাবাহিকতায় ঋতুরাজ বসন্ত উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়েছিল “বিশ্বরঙ বাসন্তী সুন্দরী ২০২২” প্রতিযোগিতার। “

বিশ্বরঙ এর প্রতিষ্ঠা ও কর্ণধার বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা জানান, তাদের আয়োজিত বিগত সময়ের সকল প্রতিযোগিতার মতোই “বাসন্তী সুন্দরী ২০২২” প্রতিযোগিতাটি দেশব্যাপী ব্যাপকভাবে প্রশংসিত ও সমাদৃত হয়েছে তাই এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে, পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি ১৪ ফেব্রুয়ারি ২০২২ এ আয়োজন করা হয়েছে। বাসন্তী সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন নীলাঞ্জনা রহমান; প্রথম রানার্সআপ জলছবি এবং ২য় রানার্সআপ হয়েছেন রাহেলা নাবিলা তোরা৷

র‌্যাম্প মডেলদের ক্যাটওয়াক, প্রতিযোগীদের ফ্যাশন শো, গান, নৃত্য, জনপ্রিয় সেলিব্রেটিদের প্রাণবন্ত আড্ডা আর পারফরম্যান্স, শ্বাসরুদ্ধকর উত্তেজনায় ভরা প্রতিযোগিতার নানান পর্ব নিয়ে সাজানো হয়েছিল এ আয়োজন।

জানা গেছে, অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান সংগীত শিল্পী সামিনা চৌধুরী, স্বনামধন্য অভিনেত্রী শম্পা রেজা, প্রখ্যাত মডেল – অভিনেত্রী – নৃত্য শিল্পী সাদিয়া ইসলাম মৌ, চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, স্বনামধন্য নির্মাতা চন্দন রায় চৌধুরী, এবং স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা। আরও উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের পরিচালক ডক্টর মোহাম্মদ আলমগীর আলম, সংগীত শিল্পী কর্নিয়া, লাক্স ফটো সুন্দরী রেবেকা সুলতানা দীপা, নায়ক শিপন মিত্র, সংগীত শিল্পী কোনাল, নৃত্য শিল্পী রুমানা রওশন, সংগীত শিল্পী তারিক মৃধা, মডেল ও অভিনেতা সাঞ্জু জন, আরজে ও সংগীত শিল্পী রেহান, সংগীত শিল্পী সালমা, সংগীত শিল্পী জাহেদ পারভেজ পাবেল, নৃত্য শিল্পী রাণী চৌধুরী সহ সন্মানিত মিডিয়া ব্যক্তিত্ব, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই আয়োজনের ভেন্যু পার্টনার যমুনা ফিউচার পার্ক এবং মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন
ও দৈনিক যুগান্তর। এ অনুষ্ঠানটির পুরো ফ্যাশন শো কোরিওগ্রাফি করেছেন দেশবরেণ্য কোরিওগ্রাফার বুলবুল টুম্পা। জনপ্রিয় উপস্থাপক শান্তা জাহান ও ইমতু রাতিশের উপস্থাপনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তুলেছিল।
ছবি: বিশ্বরঙ ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

সদ্য প্রকাশিত

জমকালো আয়োজনে উদ্বোধন হলো “সানভিস বাই টনি” খুলনা আউটলেট

নাজমুল হুদা তৌকির : আসন্ন ঈদুল আযহা কে সামনে রেখে বিভাগীয় শহর খুলনায় উদ্বোধন হলো সানভিস বাই টনি এর...

রাউন দ্যা ক্লক সিনেমা’র উন্নয়ন চান হাবিবুল ইসলাম হাবিব

বিনোদন প্রতিবেদক : ফিল্ম ও মিডিয়ার লোকজন ছাড়াও আমরা সবাই জানি, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক হাবিবুল ইসলাম হাবিব অনেক...

গোপনে বিয়ে করলেন নায়িকা জয়া চৌধুরী

বাংলা চলচ্চিত্রের "ফুলবানু " খ্যাত চলচ্চিত্র নায়িকা জয়া চৌধুরী। এবার গোপনে বিয়ে করলেন তিনি৷ সম্প্রতি ভোরের চেতনা পত্রিকা নায়িকার ঘনিষ্ঠজনের নিকট থেকে...

‘১৯৭১ সেইসব দিন’র মুক্তি ১৮ আগস্ট

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে অভিনেত্রী ও নাট্যপরিচালক হৃদি হক প্রথমবারের মতো পরিচালনা করছেন সিনেমা। সরকারি অনুদানপ্রাপ্ত ‘১৯৭১ সেইসব দিন’ নামের সিনেমা। এরইমধ্যে শেষ...

সম্পর্কিত পোস্ট