রিফাত রাহুল খাঁন :তরুণ প্রজন্মের গায়িকা সুরমী রয়৷ নিজের সুনিপুণ গায়কী দিয়ে শোবিজে অধিষ্ঠিত হতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন আপন মহিমায়। সব সময়ই চেষ্টা করেন নতুন কিছু উপহার দেওয়ার। তারই ধারাবাহিকতায় নতুন বছরে বেশ কিছু কাজ নিয়ে আসছেন তিনি। নিজের মৌলিক গান অনামিকা; জানেমান; তুমি বিনে আমি বলো কি করে থাকি। এছাড়াও ম্যাশআপ গান নিয়ে তিনি আসছেন। তিনি জানান; করোনা মহামারী পরিস্থিতি ধীরে ধীরে কাটিয়ে উঠতে পেরে কাজে বেশ অগ্রগতি হয়েছে। গানের মানুষ গান নিয়েই বাকী জীবন কাটাতে চাই।
মানসম্মত কাজ করে এগিয়ে যেতে চাই। এছাড়াও স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। তাছাড়াও নতুন গানের জন্য প্রস্তুতি নিচ্ছি। বিশেষ করে নতুন “জানেমান” গানটি নিয়ে বেশ প্রস্তুতি নিচ্ছি আশা রাখি দর্শকদের ভালো কিছু দিতে পারবো।