দর্শকদের ভালো মানসম্মত কাজ উপহার দিতে চান নবাগত মডেল ও অভিনেত্রী সুমাইয়া

ছোটবেলা থেকে তরুণ প্রজন্মের নবাগত মডেল ও অভিনেত্রী সুমাইয়া’র শোবিজে কাজ করার প্রবল ইচ্ছে। তিনি জানান ;
শাবনুর আপুর অভিনয় দেখতাম আর ভাবতাম আমি তার মত পর্দায় অভিনয় করবোঅভিনেত্রী হওয়ার স্বপ্নটা আমার ছোটবেলা থেকেই। শোবিজে খুব বেশি দিন না, ২০২১ এ আমার মিডিয়াতে ক্যারিয়ার শুরু,
কাজের শুরু প্রসঙ্গে তিনি জানান ; আমার খুবই ভালো ছিলো, সবাই আমাকে খুব ভালোবাসতো, সবাই বলতো এখনো বলে সুমাইয়া খুবই ভালো মেয়ে, এটা আমার খুব ভালো লাগে শুনতে।
পরিবারের সহযোগীতা প্রসঙ্গে তিনি জানান ;
মা সবসময় বলতো যে মিডিয়াতে কাজ করিসনা,আত্মীয় স্বজন খারাপ বলবে কিন্তু বাবা কখনোই কিছু বলেনি, এখন যখন কেউ এসে আম্মুকে বলে যে তোমার মেয়েকে টিভিতে দেখেছি, তখন আম্মু আমাকে ফোন করে বলে, যে আজকে না একজন তোর কথা বললো তোর অভিনয় সে দেখেছে। তখন তার হ্যাপিনেস তার কথায় বুঝতে পারি।
নতুনদের প্রসঙ্গে তিনি জানান –

আমিতো আসলে গান খুব কম করেছি নাটকটাই বেশি করা, যারা মিডিয়াতে আসতে চায় তাদের বলবো হা মিডিয়াতে এসে যদি ভালো কাজ এবং ভালো অভিনয় করতে পারে আমি মনে করি খুব তারাতাড়ি তারা ভালো একটা জায়গায় যেতে পারবে।

পড়াশোনা প্রসঙ্গে –
আমি এখন একাউন্টিং এ অনার্স করছি।। ইনশাআল্লাহ গ্রাজুয়েশন শেষ হলে ইউএসএ স্টাডি করার জন্য যাবো।
তার প্রিয় রং সবুজ।
তার প্রিয় অভিনেতা আরেফিন শুভ ও প্রিয় অভিনেত্রী মেহেজাবিন চৌধুরী। তার প্রিয় খাবার খিচুড়ি,
অন্য পেশা প্রসঙ্গে –
অভিনয়ে না আসলে অবশ্যই ব্যাংকার হতাম, ভালো একটা ব্যাংকে জব করতাম ইন ফিউচারে।

অবসর সময়ে –
অবসর সময়ে বই পরি, আর ঘুমাই, ঘুম খুব ভালোবাসি।

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে –
মডেলিং নিয়ে আসলে আমি চাচ্ছি ভালো অভিনয় করে একদিন মেহেজাবিনের মত একজন বড় এবং ভালো অভিনেত্রী হবো, যদিও মেহু আপুর মত হওয়া সম্ভব না,

নতুন বছরের পরিকল্পনা প্রসঙ্গে –
নতুন বছরে পরিকল্পনা হলো ভালো ভালো কাজ করবো। এবং দর্শককে ভালো কাজ উপহার দেবো।

সদ্য প্রকাশিত

গোপনে বিয়ে করলেন নায়িকা জয়া চৌধুরী

বাংলা চলচ্চিত্রের "ফুলবানু " খ্যাত চলচ্চিত্র নায়িকা জয়া চৌধুরী। এবার গোপনে বিয়ে করলেন তিনি৷ সম্প্রতি ভোরের চেতনা পত্রিকা নায়িকার ঘনিষ্ঠজনের নিকট থেকে...

‘১৯৭১ সেইসব দিন’র মুক্তি ১৮ আগস্ট

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে অভিনেত্রী ও নাট্যপরিচালক হৃদি হক প্রথমবারের মতো পরিচালনা করছেন সিনেমা। সরকারি অনুদানপ্রাপ্ত ‘১৯৭১ সেইসব দিন’ নামের সিনেমা। এরইমধ্যে শেষ...

এতিম, প্রতিবন্ধী, অসহায়ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে স্বপ্নীলের ঈদ উপহার

বিনোদন প্রতিবেদক১৯ এপ্রিল রোজ বুধবার রাত ৮টার সময় রাজধানীর ভি, অাই,পি রোডে সুবিধাবঞ্চিত শিশু ও অসহায়দের মাঝে গিফট বক্স বিতরণ কার্যক্রম শুরু...

টিকটকার ও মডেল মহিমা চৌধুরীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস

নিজস্ব প্রতিবেদকঃমডেল ও অভিনেত্রীদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস শোবিচ দুনিয়ার নতুন কোন ঘটনা নয়। বিভিন্ন সময় মডেল ও অভিনেত্রীদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও...

সম্পর্কিত পোস্ট