এবার ধানমন্ডিতে মেকআপ আর্টিস্ট মাসুদ খানের “মাসুদ খান বিউটিজোন ঢাকা “

রিফাত রাহুল খাঁন :
বাংলাদেশের অন্যতম জনপ্রিয় মেকআপ আর্টিস্ট মাসুদ খান। গত ২০ ডিসেম্বর রাজধানী ধানমন্ডিতে এক জমকালো আয়োজনের মাধ্যমে যাত্রা শুরু করলো “মাসুদ খান বিউটিজোন ঢাকা৷ ” শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় মডেল;কোরিওগ্রাফার এবং ট্রেইনার বুলবুল টুম্পা; উপস্থাপক ; অভিনেত্রী এবং নৃত্যশিল্পী বারিশ হক; লাক্স তারকা সারাকা মজুমদার সহ আরও অনেকে।

এ প্রসঙ্গে কোরিওগ্রাফার বুলবুল টুম্পা জানান; মাসুদ খান মেকওভার এ বেশ পারদর্শী। তার প্রতিটি কাজ বেশ নিঁখুজ। যে কেউ নিজেদের সাজসজ্জার জন্য তার মেকওভারে আসতে পারেন। বিশেষ করে ব্রাইডাল সাজের জন্য ভীষণ ভালো মেকওভার করে মাসুদ৷ তার জন্য শুভ কামনা।

” মাসুদ খান বিউটি জোন ” ঢাকা’র কর্ণধার মাসুদ খান জানান; দীর্ঘ বছর মেকওভার পেশার সাথে নিয়োজিত আছি। সকলের সহযোগিতা ও ভালোবাসায় এগিয়ে যাওয়া যাচ্ছি। আগামীতে আরও ভালো কিছু করতে চাই। এছাড়া আমার অনুষ্ঠানে আমাকে ভালোবেসে যারা অংশগ্রহণ করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই মডেল ও কোরিওগ্রাফার বুলবুল টুম্পা আপুকে। তিনি সব সময় ছোট ভাই হিসেবে আমাকে স্নেহ করেন…আমাকে সাপোর্ট দিয়েছেন। এছাড়াও সকলকে অশেষ ধন্যবাদ।

সদ্য প্রকাশিত

সফল নারী উদ্যােক্তা হিসেবে পুরস্কৃত হলেন রওনক জাহান সুরভী

বিনোদন প্রতিবেদক :- এস, এম বিউটি একাডেমি এন্ড ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত বিউটি সেক্টর নিয়ে অ্যাওয়ার্ড শো “দ্য বিউটি ইনোভেটরস...

এবার স্মার্টফোনের বিজ্ঞাপনে ফারিণ

হালের দর্শকপ্রিয় মুখ তাসনিয়া ফারিণের বৃহস্পতি এখন তুঙ্গে। ‘কারাগার’ তারকা ফারিণ একের পর এক ছক্কা মেরে যাচ্ছেন মিডিয়ার সীমানায়। এবার তার অর্জনের...

পুত্র সন্তানের মা হলেন চিত্রনায়িকা মাহি

পুত্রসন্তানের মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার (২৮ মার্চ) দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার।

এরিয়া এনার্জি লিফট জেনারেটর এন্ড সাব স্টেশন এর পৃষ্ঠপোষকতায় তারকা বহুল ধারাবাহিক নাটক “গরম মহল্লা”

বিনোদন প্রতিবেদক-মহল্লা গরম করে চলেছে এসময়ের নির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদের (নাসির উদ্দিন মাসুদ) একুশে টিভির ধারাবাহিক নাটক ‘গরম মহল্লা’। রাজধানী ঢাকার...

সম্পর্কিত পোস্ট