শোবিজ ডেস্ক :জনপ্রিয় কৌতুক অভিনেতা আনোয়ারুল আলম সজল। কেন্দ্রীয় চরিত্রের অভিনেতা হিসেবে ‘বাকিটা ইতিহাস’ নাটকের মাধ্যমে তার অভিষেক ঘটে।
ইউটিউবে মুক্তি পাওয়া নাটকটি রোববার ১ কোটি দর্শকের মাইলফলক অতিক্রম করে।
আলম আশরাফের রচনা ও ঈগল টিমের পরিচালনায় পরিবেশিত এ নাটকটি ইউটিউবে ‘ঈগল প্রিমিয়ার স্টেশন’ চ্যানেলে গত বছরের ৩১ ডিসেম্বর মুক্তি পায়। এতে সজলের বিপরীতে অভিনয় করে নুসরাত জাহান অন্তরা। এছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন সারোয়ার শুভ, মিশু মোর্শেদ, পামির, সায়েম হক, আকাশ রহমান, জয়িতা শংকর ও তন্বী।
মিরাক্কেল খ্যাত সজল যুগান্তরকে দেওয়া প্রতিক্রিয়ায় বলেন, কেন্দ্রীয় চরিত্রে এটি আমার জীবনের প্রথম সিঙ্গেল নাটক। আমি সব সময় ভাবতাম কখনও সুযোগ পেলে নিজেকে প্রমাণ করে দেব। আর সেই সুযোগ কোনো না কোনোদিন আসবে। আমি সেটা পেরেছি। আমি আজ ধন্যবাদ জানাতে চাই যারা আমার উপর বিশ্বাস রেখেছিল তাদের প্রতি। আমার দর্শকদের জন্য ভালোবাসা রইল।
বর্তমানের ব্যস্ততা সম্পর্কে জানতে চাইলেন জনপ্রিয় অভিনেতা সজল বলেন, বর্তমানে ‘ভিলেজ প্রজেক্ট’, ‘ফ্যামিলি প্রিমিয়ার লীগ’ নিয়ে ব্যস্ত সময় পার হচ্ছে। এছাড়া আরও ৩টি একক নাটকে ব্যস্ত সময় কাটছে।