শোবিজ ডেস্ক :লাক্সতারকা সারাকা মজুমদার শেরিনা নতুন একটি নাটকে কাজ করলেন ।
নাটকের নাম ‘চান মিয়ার নববধূ’ । রচনা ও পরিচালনা করেছেন আরিফুর রহমান রাহুল। সারাকা বলেন, বর্তমান সময়ের দারুণ একটি গল্প। টিকটক করে এমন একজন নববধূর চরিত্রে অভিনয় করেছি। মজার সব ঘটনা থাকছে টিকটককে ঘিরে। আশা করি, দর্শকরা এটি পছন্দ করবেন। এ নাটকে আরও অভিনয় করেছেন আনোয়ার হোসাইন, দিলিপ গোমেজ, শাওন খান অর্ক প্রমুখ।গত রাতে ডেডলাইন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ হয়।
নববধূ রূপে সারাকা!
সম্পর্কিত পোস্ট