বিনোদন প্রতিবেদক: মডেল,অভিনেতা প্রিন্স চৌধুরী এবার জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর একটি মিউজিক ভিডিওর মডেল হয়েছেন।
আহমেদ রিজভীর লেখা ও জাবেদ আহমেদের সুরে ” কি করে ভুলি তোরে” শিরনামের এই মিউজিক ভিডিওটি জাল এন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলের জন্য নির্মান করা হয়েছে।
আর এটি পরিচালনা করেছেন মাইনুল হাসান খোকন। এই কাজে প্রিন্স চৌধুরীর জুটি ছিলেন মডেল উর্মি।
ইতিমধ্যেই গাজীপুরের বিভিন্ন লোকেশনে মিউজিক ভিডিওটির চিত্রধারন শেষে কাজটি বর্তমানে সম্পাদনার টেবিলে রয়েছে।
এ প্রসঙ্গে মডেল/ অভিনেতা প্রিন্স চৌধুরী বলেন, “অনেক বিগ বাজেটের একটি কাজ। আমরা অনেক কষ্ট করে কাজটি করেছি। বিশেষ করে পরিচালক খোকন ভাই এই কাজটি নিয়ে অনেক পরিশ্রম করেছেন। আমরা আশা করছি এই কাজটি সবার ভালো লাগবে। “
উল্লেখ্য মডেল অভিনেতা প্রিন্স চৌধুরী ইতিমধ্যে চলচ্চিত্র পরিচালক দেওয়ান নাজমুল এর “তোরে কতো ভালোবাসি ” নামে একটি চলচ্চিত্রে
নবাগত নায়ক হিসেবে অভিনয় করেছেন। এই চলচ্চিত্রটিও বর্তমানে সম্পাদনার টেবিলে রয়েছে।
আসিফের গানে মডেল হলেন প্রিন্স
সম্পর্কিত পোস্ট