রিফাত রাহুল খাঁন :তরুণ প্রজন্মের প্রতিভাবান মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। নিজের সৌন্দর্য ও সুনিপুণ অভিনয় শৈলী দিয়ে শোবিজে অধিষ্ঠিত হয়েছেন আপন মহিমায়৷ সম্প্রতি ইসরাত আহমেদের রচনা ও পরিচালক
সকাল আহমেদ এর পরিচালনায় “রাখাল বালিকা” নামের একটি নাটকের শুটিং সম্পন্ন করেছেন। নাটকটিতে মাহির সঙ্গে আরও কাজ করেছেন অভিনেতা আরোশ খান; শ্যামল জাকারিয়া ; জেরিন রত্না প্রমুখ৷
নাটকটি সম্পর্কে ফিল্মফ্লিক্স২৪ কে সামিরা খান মাহি জানান; রাখাল বালিকা নাটকটিতে কাজ করে ভীষণ ভালো লেগেছে। কেননা এ নাটকটির চরিত্র অন্য সব নাটকের চরিত্রের চাইতে বেশ আলাদা ছিল। আমার বাস্তবজীবনের চরিত্রের সাথে মিলে গেছে একদম৷ বাস্তবিকঅর্থে নাটকটিতে রকম চরিত্রটি ফুটিয়ে তুলতে ভীষণ ভালো লেগেছে। আশাবাদী ; দর্শকদেরও বেশ ভালো লাগবে৷
অভিনেতা আরশ খান জানান; কাজটি বেশ গোছানো একটি কাজ। আশা করব ; দর্শকরাও পছন্দ করবেন। নাটকটি
আগামীকাল রাত ৮ টায়
আরটিভিতে তে এবং রাত ৯ টায় আরটিভি ড্রামা
ইউটিউব চ্যানেলে প্রচারিত হবে।
ছবি সংগৃহীত