বনানী’র পর এবার ধানমন্ডিতে শুভ সূচনা করলো পিয়া’স বিউটি এসেন্সিয়াল’স

শোবিজ ডেস্ক :রাজধানীর ধানমন্ডির ২৭ এ জমকালো আয়োজনে শুভ সূচনা করলো পিয়া’স বিউটি এসেন্সিয়াল’স এর দ্বিতীয় শাখা৷ শুভ উদ্বোধনী অনুষ্ঠানে কেক কেটে এ বিউটি এসেনসিয়ালস এর শুভ উদ্ভোধন করেন
বর্তমান সময়ের জনপ্রিয় একঝাঁক তারকা সেলিব্রেটি ।তারকাদের মধ্যে রয়েছে
চিত্রনায়িকা অপু বিশ্বাস,সোহানা সাবা,মেহের আফরোজ শাওন,চিত্রনায়িকা নিপুণ ফ্যাশন কোরিওগ্রাফার ,বুলবুল টুম্পা,বিশ্বরঙ এর কর্ণধার বিপ্লব সাহা ; মন্দিরা চক্রবর্তী সহ আরো অনেক ফ্যাশন মডেল৷


দ্বিতীয় শাখা উদ্ভোধন সম্পর্কে পিয়া জামান জানান; আমাদের পিয়া’স বিউটি এসেন্সিয়াল এর মূল উদ্দেশ্য প্রোডাক্টসের গুণগত মান বজায় রেখে কাস্টমারদের চাহিদা কথা মাথায় রেখে অাধুনিক মানসম্মত সার্ভিস দেয়া। বনানীতে আমাদের প্রথম আউটলেট। আজকে দ্বিতীয় আউটলেটের উদ্ভোধন হলো ধানমন্ডিতে। বেশ উৎসবমুখর পরিবেশে শুভ সূচনা করেছে। ভীষণ ভালো লাগছে। সকলের দোয়া কামনা করছি; যেন আগামীতে এগিয়ে যেতে পারি বহুদূর৷

সদ্য প্রকাশিত

সম্পর্কিত পোস্ট