শোবিজ ডেস্ক :আকলিমা আক্তার শান্তা
ম্যানেজিং ডিরেক্টর
এস এম বিউটি একাডেমি ও বিউটি এক্সপার্ট ( মুন মেকওভার)
১০ নভেম্বর বিউটি এক্সপার্ট আকলিমা আক্তার শান্তার জন্মদিন, আজকের দিনটার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন, এখনো কাজ করতে পারিনি, শুরু করেছি মাএ, যেতে হবে অনেকদূর, নারীদের নিয়ে তাদের যোগ্য একটা প্লাটফর্ম তৈরি করতে চাই, এ জন্যই কাজ করে যাচ্ছি যৌথ প্রতিষ্ঠান এস এম বিউটি একাডেমি নিয়ে, একক প্রতিষ্ঠান মুন মেকওভার নিয়ে, এবং জড়িত আছি নারী উদ্যোক্তা ঢাকা বিভাগীয় জয়েন সেক্রেটারি হিসেবে, এবসো এসোসিয়াশন এর কার্য নির্বাহি সদস্য হিসেবে, এবং বিভিন্ন সমাজসেবামূলক কাজ নিয়ে এগিয়ে যাচ্ছি, পাশাপাশি ঘর সংসার সামলানোর চেষ্টা করে যাচ্ছি, যদিও সেক্ষেত্রে অনেক পিছিয়ে আছি, অনেক নারীরা সমান ভাবে দু দিক সামলাতে পারে, আমি একটু অলস প্রকৃতির মানুষ তাই দুইটা সমানভাবে মেইনটেইন করতে পারিনা, চেষ্টা করছি, সবাই আমার জন্য দোয়া করবেন..
আকলিমা আক্তার শান্তার জন্য শুভকামনা ও জন্মদিনের শুভেচ্ছা রইলো ফিল্মফ্লিক্স২৪ এর পক্ষ হতে, সামনে আরো নিউজ কভার হবে তাকে নিয়ে এবং তার প্রতিষ্ঠান নিয়ে 🙂