বর্তমান সময়ের উদীয়মান চিত্রনায়িকা প্রিয়মণি। ‘কসাই’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। মডেলিংয়েও তিনি নিয়মিত মুখ। এবার এই নায়িকাকে জন্মনিয়ন্ত্রণের বিজ্ঞাপনে দেখা যাবে।
সম্প্রতি নাভানা ফার্মার ‘ফিল ফ্রী জেল’র বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন তিনি। গতকাল বিজ্ঞাপনটি অনলাইনে প্রকাশ করা হয়। জন্মনিয়ন্ত্রণ জেলের এ বিজ্ঞাপনচিত্রে হালকা গোলাপী রঙের শাড়িতে লাজুক প্রিয়মনিকে দেখা গেছে।
প্রিয়মনি বলেন, ‘কিছুদিন আগে বিজ্ঞাপনচিত্রটির কাজ করেছি। নাভানা ফার্মা প্রথমবার এমন একটি পণ্য দেশে নিয়ে এসেছে। মেয়েরা এই বিশেষ জেল ব্যবহার করলে ছেলেদের কনডম ব্যবহার করতে হবে না। মেয়েদেরও কোনো পিল খেতে হবে না।’
বিজ্ঞাপনচিত্রে দেখা যায়, স্বামী সুন্দরী স্ত্রীর ঘনিষ্ঠ হতে চাইলেও স্ত্রী লজ্জা পাচ্ছেন। অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ভয়ে স্ত্রী স্বামীকে এড়িয়ে চলছেন। এ অবস্থায় স্বামী তাকে জেলটি দিয়ে আশ্বস্ত করেন- দুর্ঘটনা ঘটার কোনো আশঙ্কা নেই।
প্রিয়মনি ‘ভালোবাসার প্রজাপতি’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় কাজ শুরু করেন।সিনেমাটি মুক্তির আগেই অনন্য মামুনের ‘কসাই’ মুক্তি পায়।