শোবিজ ডেস্ক : তরুণ প্রজন্মের ফ্যাশন কোরিওগ্রাফার তানজিল জনি। তিনি জানান ;
হটাৎ একটা ফোন কল,,,
৮০ দশকের সারা জাগানো নাইকা রোজিনা রেনু আপু । আপনি সত্যিই একজন লাইভ লিজেন্ডারি এক্ট্রেস । কয়েদিন আগে চিত্র নাইকা অঞ্জনা আপু আমাকে কল দিয়ে বললেন তানজিল রোজিনা তোমাকে কল দিবে তোমাকে তার দরকার। আমি তো একদম অভাক অপেক্ষায় ছিলাম অবশেষে হঠাৎ একটা ফোন কল। হ্যালো তানজিল বলছো আমি তোমার রোজিনা আপু বলছি তোমার কাজ আমার অনেক ভালো লেগেছে। দিঘির সাথে কাজ টাও দারুন আমি তোমার সব কাজ দেখি। চলো একসাথে একটা কাজ করবো লনডন থেকে এসে। আমি ভাবছিলাম সত্যিই কি তার সাথে কথা বলছি। তারপর হলো দেখা খুব তারা তারি কাজ করছি আমরা। আমাদের মা /বাবা দের প্রিয় নাইকা ছিলো উনি আর সামনা সামনি দেখার পর আমি সেই আমার প্রিয় রাক্ষসি সিনামার বিন্দি চরিত্র এর কথা মনে পরে গেলো অপুরুপা সুন্দরি তিনি। পাকিস্তান / শ্রীলঙ্কা/ নেপালি / বাংলাদেশে /কোলকাতার শত শত সিনামা করেছেন । এই মন তোমাকে দিলাম, তুমি আমার কত চেনা, বনোমালি তুমি মিঠুন চক্রবর্তীর সাথে ছেরনা ছেরনা হাত এই গান গুলো আমরা এ যুগের কে না শুনেছি। আমি হয়তো বা এই প্রথম কাওকে নিয়ে এভাবে লিখে স্টেটাস দিলাম সত্যিই আপনার ব্যাবহার অমায়িক সুন্দর। খুব তারা তারি আবার দেখা হবে নতুন কিছু নিয়ে আপনি আমাকে এতে পছন্দ করেন জানতাম না। ধন্যবাদ আপু।
কিংবদন্তি চিত্রনায়িকা রোজিনার নিয়ে তানজিল জনির নতুন কাজ..
সম্পর্কিত পোস্ট