শোবিজ ডেস্ক :লিজান গ্রুপ প্রেজেন্টস ১ দিনের ইন্টারন্যাশনাল মেকওভার ও হেয়ারস্টাইল ক্লাশ
ট্রেইনরঃ মেকাপ লিজেন্ড
অনুরাগ আরিয়া ভার্ধান ( মুম্বাই)
আয়োজকঃ এস এম বিউটি একাডেমি
নারীদের কে সাবলম্বী করার উদ্দেশ্যে এস এম বিউটি একাডেমির ব্যানারে ০৬ অক্টোবর ২০২১ আয়োজিত হয়ে গেলো ঢাকার মিরপুরে ইন্টারন্যাশনাল মানের একটি মেকাপ সেমিনার, যার কর্নধার
আকলিমা আক্তার শান্তা- ম্যানেজিং ডিরেক্টর
ময়না আক্তার – প্রেসিডেন্ট
তাদের উদ্দ্যোগে নারীদের নিয়ে এই আয়োজন টি সম্পন্ন হলো, যার সহোযোগিতায় ছিলেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পার্লার মালিক গন, এবং সিনিয়র বিউটিশিয়ানদের শুভেচ্ছা, প্রোগ্রাম এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন, লিজান গ্রুপ এর চেয়ারম্যান
তানিয়া হক, বিশেষ অতিথি গণের উপস্থিতি আলোকিত করে, অংশগ্রহণ কারীদের কে নিয়ে আরো আয়োজিত থাকে ব্রাইডাল কমপিটিশন ও রেমপ শো, পুরস্কার ও সার্টিফিকেট প্রদান এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
করোনা পরবর্তী সময়ে, বিউটিফিকেশন জগৎ এর এক অনন্য দৃষ্টন্ত গড়লো আকলিমা এবং ময়নার যৌথ প্রতিষ্ঠান
এস এম বিউটি একাডেমি, যুগের সাথে তাল মিলিয়ে নারীদের এগিয়ে নিয়ে যাওয়াটাই যাদের লক্ষ, দেশ এবং দেশের গন্ডি পেরিয়ে সারা বিশ্বে বেস্ট অরগানাইজেশান টিম হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই বন্ধুযুগল।