বিনোদন প্রতিবেদক: জীবনমুখী গানের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত পরিচালক নচিকেতার কালজয়ী গান ‘পেসমেকার’ এর মডেল হয়েছেন নৃত্য ও অভিনয় শিল্পী প্রিয়াংকা ইসলাম।
সাংবাদিক ও অভিনেতা আহমেদ সাব্বির রোমিও’র পরিচালনায় এই মিউজিক ভিডিওতে অভিনয় করতে দেখা যাবে কে।
প্রিয়াংকার পাশাপাশি এই মিউজিক ভিডিওতে আরো যারা অভিনয় করেছেন তারা হলেন ফারজানা রুমি, সামিন ফারদীন সৌমিক, শিশু শিল্পী রাজদীপ এবং পরিচালক আহমেদ সাব্বির রোমিও।
‘পেসমেকার ‘ কভার সংটিতে কন্ঠ দিয়েছেন আকতারুল আলম তিনু। মিউজিক রি -কম্পাজ করেছেন সংগীত পরিচালক শামীম মাহামুদ।
দুটি কাজের প্রধান সহকারী পরিচালক ছিলেন বাপ্পা দীপ রায়, এডিটিং করেছেন আকতারুল আলম তিনু। ডিওপির দায়িত্বে ছিলেন সজিব খান। সহকারী পরিচালক মাসুদ রানা। মেক-আপ আবদুর রহিম।
রাজধানীর বিভিন্ন লোকেশনে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং কভার সংটির ভিডিও দূশ্যের চিত্রধারন করা হয়েছে।
ইতিমধ্যেই ’সিনে তারকা অনলাইন প্লাটফর্মে মুক্তি পেয়েছে ‘ পেসমেকার ‘।