নাজমুল হুদা তৌকির: একুশে টিভির জনপ্রিয় অনুষ্ঠান সিনে হিটসে নিয়মিত উপস্থাপিকার তালিকায় দেখা যাচ্ছে মডেল ও অভিনেত্রী শান্তা পাল কে। এ প্রসঙ্গে শান্তা পাল বলেন, অনুষ্ঠানটি উপস্থাপনা করে অনেক ভালো লাগছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফোন কলে ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে অনেক প্রশংসা পাচ্ছেন।
উল্লেখ্য যে ‘সিনে হিটস’ অনুষ্ঠানটি প্রতি রবিবার রাত আটটায় একুশে টিভির পর্দায় প্রচারিত হয়ে থাকে।
তিনি আগামীতে দর্শকদের সামনে আরও ভাল কিছু উপহার দিতে চান।
সিনে হিটসে’র উপস্থাপনায় জনপ্রিয় মডেল ও অভিনেত্রী “শান্তা পাল”
সম্পর্কিত পোস্ট