শোবিজ ডেস্ক :মডেল নয়নমনি নবাগতা নতুন হিসেবে ও তার নিজস্ব ইউটিউব চ্যানেল noyonmony official এ বেশ কয়েকটি মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্ম এর কাজ করেছে এবং সামনে আরো কয়েকটি মিউজিক ভিডিও র কাজ এবং দুইটি শর্ট ফিল্ম নিয়ে ব্যস্ত দিন কাটাচ্ছে। আগামী বৃহস্পতিবার বিকেল ৪ টা রিলিজ হবে ডিরেক্টর সম্রাট শাহ্ এর “বিষকাটা” মিউজিক্যাল শর্ট ফিল্ম টি এখানে অভিনয় করছে নয়নমনি র পাশাপাশি মডেল অভিনেতা মেহেদী হাসান মডেল অভিনেতা আরমান ইউশা। “বিষকাটা” র গল্প টি দুইজন মানুষ এর দুই রকম জীবন এ হাজারো বিষকাটাই ভরা এমন গল্পে এই প্রথম নয়নমণি ডাবল পার্ট কারেক্টার এ কাজ করেছে