শোবিজ অঙ্গনের নতুন মুখ মনি আহমেদ। ছোটবেলা থেকেই মিডিয়া অঙ্গনে কাজ করার প্রবল ইচ্ছে ছিল তার। সেই ধারাবাহিকতায় সোলায়মান আলী লেবু পরিচালিত ” প্রেম প্রীতির” বন্ধন চলচ্চিত্রের মাধ্যমে তিনি নবাগত হিসেবে কাজ শুরু করেছেন৷ তিনি জানান; ভালো মানের কাজ করে এগিয়ে যেতে চায়। এ চলচ্চিত্রে প্রথম কাজ করছি; প্রথমবারের মত ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতাও ছিল ভিন্ন৷ তার প্রিয় রঙের তালিকায় রয়েছে লাল ও কালো৷ মিডিয়াতে কাজের ব্যাপারে পরিবারের সহযোগিতাও ভালো। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানান; চলচ্চিত্রে কাজ করাই মূল লক্ষ্য; এগিয়ে যেতে চান বহুদূর।