ইউটিউবে প্রকাশিত হলো কণ্ঠশিল্পী জিনিয়া জাফরিন লুইপা’র নতুন গান ‘রঙ্গিলা হাওয়ায়’। এ রোমান্টিক গানটি লিখেছেন এ মিজান, সুর ও সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন।
সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কপোরেশনে (বিএফডিসি) গানটির ভিডিওর শুটিং সম্পন্ন হয়। ভিডিওতে গায়িকা লুইপার সঙ্গে মডেল হয়েছেন চিত্রনায়ক জিয়াউর রোশন। কোরিওগ্রাফি করেছেন হৃদি শেখ। নির্দেশনা দিয়েছেন তানভীর আহমেদ।
গানটি প্রসঙ্গে লুইপা বলেন, সবসময়ই চেষ্টা করি শ্রোতাদের ভালো গান উপহার দেওয়ার। সেই ধারাবাহিকতায় এবার চমৎকার একটি রোমান্টিক গান গাইলাম। ভিডিওতে আমার পছন্দের অভিনেতা রোশানকে রেখেছি। আশাকরি কাজটি সবার পছন্দ হবে।
গীতিকবি এ মিজান বলেন, যেহেতু রোমান্টিক গান, তাই ‘রঙ্গিলা হাওয়ায়’লেখার বেশ এনজয় করেছি। লুইপার কণ্ঠে এবং ইমন ভাইয়ের আয়োজনে দারুণ একটা গান হয়েছে। আমার বিশ্বাস গান-ভিডিও সবাই বেশ পছন্দ করবেন।