রিফাত রাহুল খাঁন ; শোবিজ ডেস্ক :দুই দশক ধরে অভিনয়ের সঙ্গে সখ্য অভিনেত্রী শাহনূরের। এবার অনেকদিন পর নতুন একটি ধারাবাহিক নাটকে কাজ করলেন তিনি। নাটকের নাম “জমিদার বাড়ি। ” এতে তিনি জমিদার রাজকন্যা শানেনূর চরিত্রে অভিনয় করেছেন। শাহনূর জানান;সাধারণত এখন খন্ড নাটক; টেলিফিল্ম ও চলচ্চিত্রেই অভিনয় করি। “জমিদার বাড়ি ” নাটকে আমার অনেক ভালো লেগেছে “শানেনূর” চরিত্রটি। ধন্যবাদ নাটকটির পরিচালকে আমাকে সুন্দর একটা চরিত্রে নির্বাচিত করার জন্য। আশা করছি নাটকটি দর্শকদের ভালো লাগবে। নাটকটি বৈশাখী টেলিভিশনে প্রচার হচ্ছে। এরই মধ্য দিয়ে তিনি শেষ করেছেন মোস্তাফিজুর রহমান মানিকের “আশীর্বাদ ” এবং রফিক শিকদারের “বসন্ত বিকেল” সিনেমার কাজ।