এবার প্রথম শ্রেনীতে ‘আন্তর্জাতিক সম্পর্কে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন সংগীতশিল্পী মৌমিতা বড়ুয়া

রিফাত রাহুল খাঁন :তরুণ প্রজন্মের প্রতিভাবান গায়িকা মৌমিতা বড়ুয়া। নিজের সুনিপুণ গায়কী দিয়ে অধিষ্ঠিত হয়েছেন হাজারো দর্শকের মণিকোঠায়। এবার ভক্তদের নতুন খবর দিলেন তিনি। অনেকে ভাবে গান করলে পড়াশোনায় ক্ষতি হয়। এ ধারনা আবারও ভূল প্রমান করলো সেরাকণ্ঠ খ্যাত এ গায়িকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতকোত্তরে প্রথম শ্রেনীতে উত্তীর্ণ হয়েছে মৌমিতা। উল্লেখ্য সে স্নাতকেও প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত প্রতিটি বর্ষেই প্রথম শ্রেনীতে উত্তীর্ণ হয়। ভবিষ্যতে সংগীতের পাশাপাশি পিএইচডি ডিগ্রি অর্জনে আগ্রহী সে। তিনি এবং তার পরিবার বেশ উচ্ছ্বসিত। বর্তমান টিভি ও স্টেজ প্রোগ্রাম নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। এছাড়া তিনি আজ চট্টগ্রামের ফটিকছড়ি কলেজ মাঠে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি গাইবেন।

সদ্য প্রকাশিত

সম্পর্কিত পোস্ট