গুলশান শুটিং ক্লাবে তরুণ উদ্যোক্তা মেলার শুভ উদ্ভোধন সম্পন্ন; মেলা চলবে তিনদিন ব্যাপী

রিফাত রাহুল খাঁন :ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম আয়োজিত তরুণ উদ্যোক্তা মেলা- ২০২১ এরই ধারাবাহিকতায় গতকাল থেকে গুলশান শুটিং ক্লাবে এর উদ্বোধন করা হয়, এটি চলবে তারিখ ১৯ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত। প্রতিদিন এ মেলা চলবে সকাল ৯ টা থেকে রাত ৯ টা পর্যন্ত। মেলাটি মূলত নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত। বিভিন্ন ধরনের জিনিসপত্র ; গহনা; থ্রি-পিস; জেন্টস আইটেম সহ অন্যান্য সামগ্রিক আইটেমের দোকানের পসরা সেজেছে।

মেলার উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবরেণ্য আবৃত্তিকার শিমুল মোস্তফা; সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ ; এস আই টুটুল; অভিনয়শিল্পী দিলারা জামান; শর্মিলী আহমেদ; অন্তু করিম; আমান রেজা; কাজী আসিফ আহমেদ; মুকিত জাকারিয়া ;সহ একঝাঁক অভিনয় শিল্পী এং কমল চৌধুরী ও ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম এর প্রেসিডেন্ট মোনা চৌধুরী। মুনা চৌধুরী জানান; এ মেলাটি তরুণ প্রজন্মের প্রতিভাবান নারী উদ্যােক্তাদের বিশেষভাবে অনুপ্রাণিত করবে। সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ উপলক্ষে ইয়ূথ বাংলা কালচারাল ফোরাম এর পাশে এমব্রেলা এবং আমাদের প্রধান পৃষ্ঠপোষক সীমা হামিদ ভাবীর প্রতি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি । এছাড়াও তিনি জানান;মেলার প্রথম দিনেই ছিল উৎসবমুখর পরিবেশ৷ দর্শকদের কেনা-কাটা মেলার দোকানগুলো ঘুরে প্রদর্শন করার ভিড় ও উৎসবমুখর আমেজ ছিল চোখে পড়ার মত৷ সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ জানান;ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম এর একজন হিসেবে গর্বিত। এ ধরনের আয়োজনের সফলতা কামনা করছি । আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ৷

অভিনয় শিল্পী শর্মিলী আহমেদ জানান ; যে সুন্দরভাবে মেলার আয়োজন করেছে তা দেখার মত। মেলায় যারা অংশগ্রহণ করেছেন তাদের অগ্রিম অভিনন্দন। উদ্যোক্তাদের ভালোবাসা ও ধন্যবাদ৷ সবাইকে ধন্যবাদ৷
উল্লেখ্য ; তিনদিন ব্যাপী এ মেলাটি সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে।

ছবিঃ মুনা চৌধুরী’র সৌজন্যে।

সদ্য প্রকাশিত

সম্পর্কিত পোস্ট