শোবিজ ডেস্ক:অনন্য প্রতিভার অধিকারী সিমরিন লুবাবা প্রখ্যাত মঞ্চ-টেলিভিশন অভিনেতা আবদুল কাদেরের নাতনি। তাই দাদার অনুপ্রেরণায়ই খুব অল্প বয়স থেকেই লাইট ক্যামেরার দুনিয়ায় লুবাবা শিশুশিল্পী হিসেবে পেয়েছে ব্যাপক পরিচিতি।
সম্প্রতি লুবাবা দিল নতুন খবর। বিজ্ঞাপনে নয়, এই স্টারকিড প্রথমবারের মতো অভিনয় করছে বড় পর্দায়! নাম ‘নেত্রী : দ্য লিডার’! আর এই ছবির শুটিংয়ে সে এখন হায়দরাবাদে অবস্থান করছে। বাংলাদেশি অভিনয়শিল্পী, দক্ষিণ ভারতীয় সিনেমা ও তুরস্কের কিছু অভিনয়শিল্পী এই ছবিতে অভিনয় করছেন। লুবাবা হায়দরাবাদ থেকে বলে, ‘আমি এখন হায়দরাবাদে। ১৬ তারিখে এখানে শুটিংয়ের জন্য এসেছি। বুধবার থেকে শুটিং করছি। বেশ কিছুদিন থাকব।
তবে ছবিতে আমার চরিত্র নিয়ে এখনই কিছু বলতে নিষেধ রয়েছে। পরে সময় হলে বিস্তারিত জানাতে পারব। আমি প্রথমবার চলচ্চিত্রে অভিনয় করছি। আমার জন্য সবাই দোয়া করবেন। ’