বিনোদন ডেস্ক : পদ্মাসেতু করিব নির্মান খ্যাত কন্ঠ শিল্পী আকাশ মাহমুদের নতুন গান “প্রিয় তুই আমার”রিলিজ হতে যাচ্ছে ভ্যালেন্টাইনডেতে।
গানটি লিখেছেন জনপ্রিয় গীতিকার মিনার মাহমুদ ।
সুর, মিউজিক করেছেন শিল্পি নিজেই। মিক্সি মাস্টারিং করেছেন আশিক মাহমুদ ।
গানটির ভিডিও পরিচালনায় ছিলেন সুভ্র ডি এস।
গানটিতে মডেলিং করেছেন জনপ্রিয় মডেল ঝুটি সুদর্শন একান্ত জুয়েল ও এলিজা জামান ঋতুপর্ণা।
আকাশ মাহমুদের অন্যান্য গানগুলোর মতো এ গানটিও দশর্ক নন্দিত হবে বলে আশাকরছেন পরিচালক সুভ্র ডি এস।
দশর্কদের মনের চাহিদা মেটাতে গানটি আগামী ১৪ই ফেব্রুয়ারী বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে তৈরি করা হয়েছে বলে জানান শিল্পি আকাশ মাহমুদ।
আগামীকাল বুধবার (১০ ই ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭.০০ টায় আকাশ মাহমুদের “আকাশ ড্রীম মিউজিক” চ্যানেলে গানটি রিলিজ করা হবে।
গানটির ভিডিও পরিচালনা এবং পরিচালক হিসেবে সুভ্র ডি এস বলেন, মডেল ঝুটি একান্ত জুয়েল এবং এলিজা জামান ঋতুপর্ণা’র অভিনয় ছিলো মনোমুগ্ধকর আশাকরি দর্শকদের ভালো লাগবে। তিনি বলেন আকাশ মাহমুদের অন্যান্য গানের মতো এ গানটিও জনপ্রিয়তা অর্জনে করবে।