নতুনভাবে ও নতুন একটি মিউজিক ভিডিও নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল ও অভিনেত্রী মারিয়া মিম।
সম্প্রতি ‘গোলাপি’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে তাদের। এবারই প্রথম সজলের সঙ্গে দেখা যাবে মারিয়া মিম কে।
গোলাপী’ মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন ইভান মনোয়ার। কোরিওগ্রাফিতে ছিলেন ড্যান্স কোরিওগ্রাফার ফ্লাই ফারুক। বর্তমানে পোস্ট প্রডাকশনের কাজ চলছে এটির। শিগগিরই এসভিএফ মিউজিকের ইউটিউবে চ্যনেল প্রকাশ হবে মিউজিক ভিডিওটি।
শোবিজের সম্ভাবনাময়ী মডেল ও অভিনেত্রী মারিয়া মিম। বেছে বেছে কাজ করছেন বিজ্ঞাপনে। পাশাপাশি বিভিন্ন ব্যান্ডের ফটোশুটেও দেখা গেছে তাকে। নতুন মিউজিক ভিডিওটি নিয়ে বেশ আশাবাদী মিম।