২০২১ সাল স্বপ্ন পূরণের বছর:বনি

রিফাত রাহুল খাঁন :এ সময়ের অন্যতম প্রতিভাবান শিল্পী বনি। বাবা মা নাম রেখেছেন আতিকুজ্জামান বনি। খুব ছোট বেলা থেকেই মা এর কাছে গানের হাতেখড়ি। গ্রাজুয়েশন শেষ করেছেন ২০১৬ তে। ঐ বছর চ্যানেল আই 7up মিউজিক প্রিমিয়ার লিগ (7upMPL) বিজয়ি হন। এর পর থেকে বিভিন্ন রকম কাজ করে দর্শকের মনে জায়গা করে নেন। স্টেজ শো, টেলিভিশন শো, রেকর্ডিং নেয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ২০২১ এ গান নিয়ে গুনি এই শিল্পীর পরিকল্পনা কি জানা যাক।

বনিঃ আসলে ২০২০ আসলেই বিষ এর মতন কেটেছে আমার সবার। স্টেজ শো হয়নি তেমন। অনেক নতুন কাজ হাবার কথা ছিলো কিন্তু করোনা কালিন সময়ে সেই সব কাজ আর হয়নি। ২০২১ এ গান নিয়ে পরিকল্পনা বলতে, দর্শককে সুন্দর এবং মার্জিত গান উপহার দিতে চাই। সব ধরনের গান গাইবার আপ্রাণ চেষ্টা করি। কিছু কিছু কাভার গানতো অবশ্যই আসবে। ২০২০ এ এল,আর,বি এর ফেরারি এ মনটা আমার গানটি দর্শক খুব ভাল ভাবেই গ্রহণ করেছে।
নতুন কিছু নাটকে গান গাইবো, এছাড়া টি,ভি,সি।
আরও একটি সপ্ন পূরন হাবার বাকি তা হচ্ছে মুভিতে প্লে -ব্যাক করা। আল্লাহ পাক সহায় হলে এই সপ্ন পূরন হতে পারে এ বছরেই।
টেলিভিশন এ নিজের গানের পাশা পাশি সব সময় চেষ্টা করি যে সব গান হারিয়ে যাচ্ছে সেই সব গান নতুন করে দর্শকদের কাছে পৌঁছাতে। আমার নিজের ইউটিউব চ্যানেল বনি এস কে সেখানে গান গুলো আপলোড দি যাতে করে দর্শক গান গুলো খুঁজলে পেয়ে যায়।
২০২১ সবার অনেক ভাল কাটুক,এই কামনা করি। অবশ্যই আমার জন্য দোয়া করবেন,যেন ভাল ভাল গান উপহার দিতে পারি।

সদ্য প্রকাশিত

জমকালো আয়োজনে উদ্বোধন হলো “সানভিস বাই টনি” খুলনা আউটলেট

নাজমুল হুদা তৌকির : আসন্ন ঈদুল আযহা কে সামনে রেখে বিভাগীয় শহর খুলনায় উদ্বোধন হলো সানভিস বাই টনি এর...

রাউন দ্যা ক্লক সিনেমা’র উন্নয়ন চান হাবিবুল ইসলাম হাবিব

বিনোদন প্রতিবেদক : ফিল্ম ও মিডিয়ার লোকজন ছাড়াও আমরা সবাই জানি, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক হাবিবুল ইসলাম হাবিব অনেক...

গোপনে বিয়ে করলেন নায়িকা জয়া চৌধুরী

বাংলা চলচ্চিত্রের "ফুলবানু " খ্যাত চলচ্চিত্র নায়িকা জয়া চৌধুরী। এবার গোপনে বিয়ে করলেন তিনি৷ সম্প্রতি ভোরের চেতনা পত্রিকা নায়িকার ঘনিষ্ঠজনের নিকট থেকে...

‘১৯৭১ সেইসব দিন’র মুক্তি ১৮ আগস্ট

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে অভিনেত্রী ও নাট্যপরিচালক হৃদি হক প্রথমবারের মতো পরিচালনা করছেন সিনেমা। সরকারি অনুদানপ্রাপ্ত ‘১৯৭১ সেইসব দিন’ নামের সিনেমা। এরইমধ্যে শেষ...

সম্পর্কিত পোস্ট