ডিপজলের সিনেমায় মৌ খান

শোবিজ ডেস্ক :জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান অমি বনি কথাচিত্র থেকে নির্মিত হচ্ছে নতুন ছবি ‘মানুষ কেন অমানুষ’। আজ শুক্রবার থেকে সাভারে শুটিংয়ের মধ্য দিয়ে ছবির ক্যামেরা ওপেন হয়েছে। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন মনোয়ার হোসেন ডিপজল, জয় চৌধুরী ও মৌ খান।

মৌলিক গল্পের এই ছবিতে দেখা যাবে, চিত্রনায়ক জয় চৌধুরী একজন নামকরা ব্যবসায়ী।

তার সঙ্গে দ্বন্দ্ব তৈরি হবে ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা ডিপজলের। তাদের পরস্পরের সংঘাত নিয়ে এগিয়ে যাবে ছবির গল্প। ট্রাইএঙ্গেল কাহিনীচিত্রে তাদের বিপরীতে দেখা যাবে মৌ খানকে। এই তিন চরিত্রকে কেন্দ্র করে পারিবারিক দ্বন্দ্ব-বিরোধ ও প্রেম-ভালোবাসা নিয়ে তৈরি হচ্ছে ‘মানুষ কেন অমানুষ’ ছবি।

সিনেমাটি নিয়ে জয় চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, দীর্ঘ আট বছর পর আবারও অমি বনি কথাচিত্রের ছবিতে ফেরা। ডিপজল আঙ্কেলের এই সংস্থা থেকেই আমি চলচ্চিত্রে পা রাখি। সেই ঘর থেকে আবারও নতুন ছবিতে অভিনয় করছি, এটা সত্যিই আনন্দের। মাঝখানে কেটে গেছে আট বছর, এর মধ্যে ১৪টি ছবিতে অভিনয় করেছি।

ডিপজল আঙ্কেলের সঙ্গে এটা যেহেতু আমার দ্বিতীয় ছবি, তাই পুরনো কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো একটা কাজ উপহার দিতে চাই। আশা করি সবার ভালো লাগবে।
এই চিত্রনায়ক আরও বলেন, মনতাজুর রহমান আকবর স্যারের নির্মাণে এটা আমার দ্বিতীয় ছবি। আমার ও তার বোঝাপড়াটা বেশ ভালো। বিগ অ্যারেঞ্জমেন্টের এই ছবিটি নিয়ে আমরা প্রত্যেকেই আশাবাদী।

ছবিতে আমার বিপরীতে প্রথমবারের মতো অভিনয় করছেন মৌ খান। তিনিও এরই মধ্যে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে ঢাকাই ছবির পরিচিত মুখ। সব ঠিক থাকলে চলতি বছরই মৌ আর আমার জুটির রসায়ন দর্শক বড়পর্দায় দেখতে পারবে।

ডিপজলের নিজের গল্পে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। এতে ডিপজল, জয় ও মৌ ছাড়া আরও অভিনয় করছেন বড় দা মিঠু , রাশেদা চৌধুরী, জ্যাকি আলমগীর, বকুল সৌদাগর, কিরন কুমার ও সেলিমসহ অনেকে। এদিকে, পরিচালক মনতাজুর রহমান আকবরের ‘আয়না’ ছবির কাজ শেষ করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী। এই ছবিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা আঁচল।

সদ্য প্রকাশিত

গোপনে বিয়ে করলেন নায়িকা জয়া চৌধুরী

বাংলা চলচ্চিত্রের "ফুলবানু " খ্যাত চলচ্চিত্র নায়িকা জয়া চৌধুরী। এবার গোপনে বিয়ে করলেন তিনি৷ সম্প্রতি ভোরের চেতনা পত্রিকা নায়িকার ঘনিষ্ঠজনের নিকট থেকে...

‘১৯৭১ সেইসব দিন’র মুক্তি ১৮ আগস্ট

মুক্তিযুদ্ধের গল্প নিয়ে অভিনেত্রী ও নাট্যপরিচালক হৃদি হক প্রথমবারের মতো পরিচালনা করছেন সিনেমা। সরকারি অনুদানপ্রাপ্ত ‘১৯৭১ সেইসব দিন’ নামের সিনেমা। এরইমধ্যে শেষ...

এতিম, প্রতিবন্ধী, অসহায়ও সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে স্বপ্নীলের ঈদ উপহার

বিনোদন প্রতিবেদক১৯ এপ্রিল রোজ বুধবার রাত ৮টার সময় রাজধানীর ভি, অাই,পি রোডে সুবিধাবঞ্চিত শিশু ও অসহায়দের মাঝে গিফট বক্স বিতরণ কার্যক্রম শুরু...

টিকটকার ও মডেল মহিমা চৌধুরীর অন্তরঙ্গ ভিডিও ফাঁস

নিজস্ব প্রতিবেদকঃমডেল ও অভিনেত্রীদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফাঁস শোবিচ দুনিয়ার নতুন কোন ঘটনা নয়। বিভিন্ন সময় মডেল ও অভিনেত্রীদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও...

সম্পর্কিত পোস্ট