বৈশাখী টেলিভিশনের জনপ্রিয় আয়োজন, তিব্বত লাক্সারি সোপ নিবেদিত “গোল্ডেন সং” অনুষ্ঠান । এ অনুষ্ঠানে গাইবেন রিতু বড়ুয়া। তিনি জানান ;
গাইবো স্বর্ণালী দিনের রূপালী পর্দার এপার বাংলা এবং ওপার বাংলার জনপ্রিয় সব গান। সন্ধ্যা মুখোপাধ্যায়, মিতালী মুখার্জি, লতা মাঙ্গেশকর,আরতি মুখোপাধ্যায়, সাবিনা ইয়াসমিন,রুনা লায়লা, চাঁপা প্রমুখ শিল্পীর বেশকিছু কালজয়ী গান নিয়ে সাজানো হয়েছে আজকের অনুষ্ঠান। তিনি আরও জানান ;খোলা আকাশ কি এতো ভালো লাগতো,শ্রাবণো এ সন্ধ্যায়, কি যাদু করিলা,সে যে কেনো এলোনা, মনটা যদি খোলা যেতো, তুমি আমার এমনি একজন এই গানগুলো গেয়েছি।
অনুষ্ঠানটি আজ রাত ৮:০০ টায় বৈশাখী টেলিভিশনে প্রচার করা হবে।
আজ বৈশাখী টিভির “গোল্ডেন সং” অনুষ্ঠানে গাইবেন রিতু বড়ুয়া
সম্পর্কিত পোস্ট