শোবিজ ডেস্ক :চ্যানেল আই ক্ষুদে গানরাজ ২০০৯ সালের শীর্ষ দশে থাকা একজন ‘অনন্যা আচার্য্য’।ইতিমধ্যে চলচ্চিত্র ও বিভিন্ন চ্যানেলে নিয়মিত অংশগ্রহণ করে দর্শকের সুনাম অর্জন করেছেন।এই সাফল্যের ধারাবাহিকায় আরেকটি অর্জন যোগ হতে যাচ্ছে।১৪ই জানুয়ারি,বৃহস্পতিবার “ইমপ্রেস অডিও” ব্যানার থেকে মুক্তি পেতে যাচ্ছে “প্রথম প্রেম” শিরোনামের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটি গান।গানটির কথা,সুর ও মিউজিক ভিডিও নির্মাণ করেছেন জামাল রেজা।চট্টগ্রামের আঞ্চলিক ভাষার এই গানটি জনপ্রিয় হবে বলে আশাবাদী অনন্যা।তার এই মিউজিক ভিডিওর জন্য সবার কাছে আশীর্বাদ চেয়েছেন…
অনন্যার কন্ঠে প্রকাশিত হতে যাচ্ছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গান ” প্রথম প্রেম “
সম্পর্কিত পোস্ট