দীর্ঘদিন পর নতুন গান প্রকাশ করলেন চ্যানেল আই সেরাকণ্ঠখ্যাত সংগীতশিল্পী শাকিলা শুক্লা। গানের শিরোনাম ‘গায়ের রং আমার শ্যামল বরণ’। গানটির কথা, সুর ও সংগীতায়োজন শাকিলা শুক্লা নিজেই করেছেন। তিনি বলেন, ২০০৯ সালে চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। এরপর ২০১০ ও ২০১১ সালে কাজ করেছি। কিন্তু ২০১২ সালের পর লেখাপড়া আর পারিবারিক কারণে গান থেকে দূরে ছিলাম। আমি নবম শ্রেণি থেকে গান লিখি, সুর করি; কিন্তু কখনও সামনে আনা হয়নি। অন্যদের কথা ও সুরে গেয়েছি এতদিন, কিন্তু নিজের লেখা ও সুরে প্রথম গান করলাম।’