শোবিজ ডেস্ক :সমাপনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে ইউরোপের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা গুলতেকিন বায়ির নির্মিত ‘বীর ডেনিজিনিন ডোগুম গুণু’। উৎসবের সমাপনী দিনে বিশেষ স্ক্রিনিং হবে বাংলাদেশি নারী নির্মাতা নানজিবা খানের ‘দি আনওয়ান্টেড টুইন’।
৫৪টি দেশের মোট ১৫০টি চলচ্চিত্র নিয়ে ২৪ ডিসেম্বর পর্দা উঠছে সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। স্বাগতিক বাংলাদেশের ৫টি পূর্ণদৈর্ঘ্যসহ মোট ২৮টি চলচ্চিত্র প্রতিযোগিতা করবে। উৎসবের সমাপনী হবে ২৬ ডিসেম্বর। ৩ দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে রাজধানীর দনিয়ায় মাসুদ মঞ্চে।