প্রকাশিত হলো চ্যানেল আই সেরাকণ্ঠ’খ্যাত সংগীত শিল্পী শ্রাবণী সায়ন্তনীর নতুন গান ‘তুমি আমার প্রথম সকাল’। নাজমুল হোসাইন নিলয়ের কথা ও সুরে এস-ট্র্যাক মিউজিক এর লেভেল সোমবার বিকেলে প্রকাশিত হয়েছে। এতে শ্রাবণীর সঙ্গে কণ্ঠ দিয়েছেন এম এইচ রিজভী।অয়ন চাকলাদারের সংগীত আয়োজনে গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন গায়ক এম এইচ রিজভী। শিমুল খান রাজ এবং মিহি ইসলামকে দেখা যাবে তুমি আমার প্রথম সকাল গানের ভিডিও চিত্রে।শ্রাবণী সায়ন্তনী বলেন, “মিষ্টি সুরের এই গানটি অন্যান্য গানের মতোই একটু অন্য রকমের। আশা করি শ্রোতা দর্শক সবার কাছেই ভালো লাগবে।”সায়ন্তনী আরও জানান নতুন মিউজিক ভিডিওর কাজ চলছে। দর্শক দ্রুতই নতুন গানগুলো দেখতে পারবে বলে প্রত্যাশা করেন তিনি।
ইউটিউবে প্রকাশিত হয়েছে শ্রাবণী সায়ন্তনীর নতুন গান “তুমি আমার প্রথম সকাল”
সম্পর্কিত পোস্ট