ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘হৃদয়ের আঙ্গিনায়’। প্রযোজনা সংস্থা গঙ্গা মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত চলচ্চিত্রটির সম্পাদনার কাজ চলছে বলে নির্মাতা জানান। হরিদাস সাহা পংকজ প্রযোজিত চলচ্চিত্রটি পরিচালনা করেছেন আবুল কাসেম মন্ডল। এ চলচ্চিত্রে জুটি হয়ে অভিনয় করেছেন নবাগত অভিনয়শিল্পী তানভীর হাসিফ, জান্নাত ও মেহেরিমা। আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেবেকা, দুলারী, সাংকো পাঞ্জা, মাহমুদুল ইসলাম মিঠু, চিকন আলি, ইসরাত জাহান ও দেলোয়ার সরকার।
নবাগত অভিনয়শিল্পী জুটি তানভীর হাসিফ, জান্নাত ও মেহেরিমা ‘হৃদয়ের আঙ্গিনায়’ চলচ্চিত্রটি নিয়ে বেশ আশাবাদী। চলচ্চিত্রে মোট পাঁচটি গান রয়েছে। গানগুলোর সঙ্গীত পরিচালনা করেছেন বাবলু। কন্ঠ দিয়েছেন শিল্পী মুহিন, নিপা, লিজা, দীপা গুণ, টিনা ও মম রহমান। নৃত্য পরিচালনায় ছিলেন জাকির খান ও মোঃ মুসলিম। চলচ্চিত্রের চিত্রগ্রাহক ছিলেন এস ডি বাবুল, সম্পাদনা করছেন মোঃ শহিদুল হক।
চলচ্চিত্র ‘হৃদয়ের আঙ্গিনায়’
সম্পর্কিত পোস্ট