দীর্ঘ ৩ বছর পর আবারও চলচ্চিত্রে ফারিন খাঁন

পড়াশোনা আর পারিবারিক ব্যস্ততার কারণে মাঝের তিন বছর চলচ্চিত্র থেকে দূরে ছিলেন হুমায়রা ফারিন খান। দীর্ঘ তিন বছরের বিরতি ভেঙে আবার চলচ্চিেত্র অভিনয়ে ফিরছেন ফারিন খান। বুধবার (২৫ নভেম্বর) এস.এইচ.কে গ্লোবাল-এর ব্যানারে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ফারিন।

অভিনয়ে ফেরা প্রসঙ্গে ফারিন বলেন,অনেক স্বপ্ন নিয়ে সিনেমায় পা রেখেছিলাম। যাত্রাটা বেশ জমকালো ছিলো। কিন্তু পড়াশোনার জন্য পরিকল্পনাটা এলোমেলো হয়ে গেল। বাধ্য হয়ে বিরতি নিতে হয়েছে। পড়াশোনার ঝামেলা চুকিয়েছি। সেই ফাঁকে নিজের অভিনয়ের উন্নতির জন্য কিছু কাজ করেছি। এবার নতুন করে শুরু করতে যাচ্ছি সবাই দোয়া করবেন।তবে তিন বছর পর হলেও সবাই কিন্তু আমাকে এখনো আগের মতোই মনে রেখেছে। মনেই হচ্ছে না আমি মাঝের তিন বছর চলচ্চিত্রে ছিলাম না।

ফারিন আরও বলেন,এসএইচকে গ্লোবাল একটি নতুন প্রোডাশন হাউজ। তাদের এখন পর্যন্ত যা পরিকল্পনা তাতে প্রত্যাশা করছি ভালো কিছু হবে। আসছে ডিসেম্বরের প্রথম সপ্তাহে-এর শুটিং শুরু হবে।ছবির নাম,পরিচালক ও অন্যান্য শিল্পী কলাকুশলীদের নাম প্রকাশ করা নিষেধ আছে শুটিং শুরু হওয়া আগেই তাই এই মূহুর্তে কিছু বলতে পারবো।শিগগিরই প্রযোজনা প্রতিষ্ঠান বিস্তারিত জানাবেন সবাই।

এসএইচকে গ্লোবালের চেয়ারম্যান শামস হাসান কাদির এবং সি.ই.ও ইমদাদুল ইসলাম যিকরান। দু’জনেই জানান,আমাদের গল্প রেডি। কিন্তু সিনেমার সব শিল্পী এখানো চুড়ান্ত হয়নি।সেই এই মূহুর্তে কিছু বলতে পারছিনা।সবকিছু আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবো। এর আগে আমি আসলে কারও নামই বলতে পারবো না।শুধু মাত্র ফারিনকে আমার চুক্তিবদ্ধ করিয়েছি এই সিনেমার জন্য।

উল্লেখ্য,চলচ্চিত্রকে ভালোবেসে ২০১৭ সালে রুপালি ভুবনে নাম লেখান মডেল ও অভিনেত্রী হুমায়রা ফারিন খান। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ‘ধ্যাততেরিকি’ নামে সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার।ছবিটিতে ফারিন চিত্রনায়ক রোশানের বিপরীতে অভিনয় করেছিলেন।শামীম আহমেদ রনি পরিচালিত সিনেমাটি মুক্তির পরই নতুন মুখ হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দু চলে আসেন এই অভিনেত্রী।

সদ্য প্রকাশিত

এরিয়া এনার্জি লিফট জেনারেটর এন্ড সাব স্টেশন এর পৃষ্ঠপোষকতায় তারকা বহুল ধারাবাহিক নাটক “গরম মহল্লা”

বিনোদন প্রতিবেদক-মহল্লা গরম করে চলেছে এসময়ের নির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদের (নাসির উদ্দিন মাসুদ) একুশে টিভির ধারাবাহিক নাটক ‘গরম মহল্লা’। রাজধানী ঢাকার...

আদর-প্রকৃতির ‘অগ্নিশিখা’

বিনোদন প্রতিবেদক ভালোবাসার গল্পে চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা মানসী প্রকৃতিকে জুটি করে আব্দুল্লাহ জহির বাবুর গল্পে নির্মাতা আরিফুর...

প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে কিউকম প্রেজেন্টস ঢাকা ফ্যাশন ডে-২০২২

বিনোদন প্রতিবেদক - বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ; মডেল ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে...

কায়েস আরজু- শিরিন শিলা’র ” ভালোবাসি তোমায়”

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক কায়েস আরজু ও চিত্রনায়িকা শিরিন শিলা। তাঁরা প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে নতুন একটি...

সম্পর্কিত পোস্ট