আন্তর্জাতিক পর্যায়ের ডিজে অ্যাভিলার ব্যস্ততা…

তরুণ প্রজন্মের প্রতিভাবান ডিজে অ্যাভিলা। আন্তর্জাতিক পর্যায়ে কাজ করেছেন অত্যন্ত সাবলীলভাবে। রিফাত রাহুল খাঁনের একান্ত ব্যক্তিগত সাক্ষাতকারে ডিজে অ্যাভিলার ক্যারিয়ারের নানাবিধ দিক ফুটে উঠেছে ফ্লিল্মফ্লিক্স২৪ এর বিনোদন পাতায় –

১. মিডিয়াতে ডিজে হিসেবে
কাজ করার ইচ্ছে কি ছোটবেলা থেকেই ছিল?.

** মিডিয়াতে ডিজে হিসেবে
কাজ করার ইচ্ছে ছোটবেলা থেকেই ছিল।
২. ডিজে মিডিয়াতে কত বছর যাবৎ কাজ করা হচ্ছে?.
** ডিজে ৬ বছর যাবৎ কাজ করা হচ্ছে।


৩. কাজের শুরুটা সম্পর্কে কিছু জানতে চাই-
** মডেলিং ; টিভিসি; রেম্প করার পর ডিজে করা। সেটা করে মনে হচ্ছে এর চেয়ে মজার কাজ আর নাই। মানুষকে জীবন্ত উচ্ছ্বসিত দেখে যে খুশিটা দেখা যায় ; সে অনুভূতি টা আর কোথাও দেখার সুযোগ নেই৷

৪. মিডিয়াতে কাজের ব্যাপারে পরিবারের সহযোগীতা কতটুকু ছিল?.

** শুরুতে আম্মা সমর্থন না করলেও বাবার সমর্থন ছিল৷

৫.মিডিয়াতে নতুন যারা ডিজে হিসেবে কাজ করতে আসতে চায় তাদের উদ্দেশ্যে কি উপদেশ দিতে চাও?.

** ডিজে হওয়াটা বিশ্বের
সেরা অনুভূতি।
. ডিজে তে শেখার শেষ নেই৷
যতই অনুশীলন করবে ততই শিখবে ।
৬.পড়াশুনা সম্পর্কে জানতে চাই
*হসপিটালিটি ; হোটেল ম্যানেজম্যান্ট এন্ড ট্যুরিজমে মালয়েশিয়া থেকে গ্রাজুয়েশন করছি৷

৭.. প্রিয় রঙ কি?
** সব রঙই প্রিয়৷
প্রিয় অভিনেতা?..
** লিয়োনাদ্রিয়ো ক্যাপরিও
. প্রিয় খাবার??
চিকেন ম্যান্ডি; অ্যারাবিয়ান খাবার ।
৮. উল্লেখ্যযোগ্য কোন কোন রাষ্ট্রে ডিজে হিসেবে কাজ করা হয়েছে
** বাংলাদেশ ; মালয়েশিয়া ; ব্যাংকক; সিংঙ্গাপুর; ইন্ডিয়া ।
Bangkok, Singapore,India.
৯..জীবনে ডিজে পেশা হিসেবে গ্রহণ না করলে ; অন্য কি পেশা হিসেবে গ্রহণ করতে?.
– সফল নারী ব্যবসায়ী হওয়ার ইচ্ছে ছিল৷


১০.ভ্রমণ করতে কেমন লাগে?
* জীবনে শুধু ভ্রমণই করতে চাই৷
..জীবনে কোন কষ্ট আছে কি?
** কষ্ট তো সবারই আছে৷ আমার একটু কম আছে।
১১.অবসর সময়ে কি করা হয়?.
* গান শুনি ও অনুশীলন করি।
১২.ডিজে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি??.
** সবার মতই নিজেকে সারাবিশ্বে পরিচিত দেখাতে চাই

১৩.চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে রয়েছি কি??…
** চলচ্চিত্রে কাজ করার ইচ্ছে হয়নি কখনও
১৪. বর্তমান ব্যস্ততা-
-বর্তমানে ঢাকায় কর্পোরেট এবং প্রাইভেট ইভেন্টে কাজের পাশাপাশি নিজে কিছু মিউজিক প্রোডাকশন নিয়ে কাজ করছি

সদ্য প্রকাশিত

সম্পর্কিত পোস্ট