শোবিজ ডেস্ক :এনজয় এড মিডিয়ার ব্যনারে বাপি সাহার পরিচালনায় স্মার্ট পকেট লুঙ্গির বিজ্ঞাপন জয় এবং সামান্তা। বাপি সাহার সাথে জয় এবং সামান্তা দুজনের এটি ৩য় কাজ এর আগে ও সামান্তা বাপি সাহার সুরেশ সরিষার তেল এবং মিতালী থ্রি পিচ কাজ করেছিল।আর জয় সুরেশ সরিষার তেলের ২টি বিজ্ঞাপনে অংশ গ্রহন করেছিল। স্মার্ট পকেট লুঙ্গির বিজ্ঞাপনটি কিছুদিনের মধ্যেই বিভিন্ন চ্যানেলে প্রচারিত শুরু হবে। বিজ্ঞাপন টির শুটিং হয়েছে নরসিংদীতে।
বাপি সাহার পরিচালনায় স্মার্ট পকেট লুঙ্গির বিজ্ঞাপনে জয় এবং সামান্তা শিমু
সম্পর্কিত পোস্ট