আসছে সানাই রাজ ও সাদেকুল শিমুলের “জীবনের শেষ দিন” সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন সুন্দর মনোরম স্হানে বর্তমানে জনপ্রিয় সংগীতশিল্পী “কাজী শুভ” এর গানে শুটিং এ অংশ গ্রহণ করেছেন তারা, গানটির গীতিকার শহীদ অাল বেরুনি বিপুল। এ গানে মিইজিক করছেন রিয়েল অাশিক। গানটির কথা অনেক সুন্দর অাশা করছি সবার ভালো লাগবে অার গানটি পরিচালনা করেছেন অাবির স্বপ্নবাজ। সার্বিক সহযোগিতা করেছেন ক্রিয়েটিভ স্বপ্নবাজ স্টেডিও।