আসছে ধারাবাহিক নাটক ‘সরল পাত্র চাই’

বিনোদন প্রতিবেদক : রাস্তার দেয়ালে সরল পাত্র চাই বিজ্ঞাপন দেখে ঘটক সালাম ফোন করে। ফোন ধরে ঘষেটি বেগম। সে ভেড়া পাত্র (সরল পাত্র) নিয়ে যেতে বলে। ঘটক সালাম একটা সুন্দর দেখে ভেড়া নিয়ে যায়। ঘষেটি বেগম বলে সে চার পায়ের ভেড়া চায় না। দুই পায়ের ভেড়া চায় (সরল পাত্র)। ঘটক চ্যালেঞ্জ জানায় যে দুই পায়ের কোন ভেড়া হয় না। ভেড়া সব সময় চার পায়ের হয়। ঘষেটি বেগম বলে তার ঘরেই একটা দুই পায়ের ভেড়া আছে। সেটা হচ্ছে তার স্বামী জাফর। সে স্ত্রীর কথায় ওঠে বসে। পুরু নামের একটা ভেড়া সে। এই জাতীয় তিনটা দুই পায়ের ভেড়া পাত্র সে চায়। তার এক মেয়ে শিলা, ভাগ্নি নিলা ও বোন ইলার জন্য। যারা স্ত্রীর কথায় উঠবে আর বসবে। এমনই কমেডি গল্প নিয়ে মীর্জা রাকিবের রচনায় সোহেল তালুকদার নির্মাণ করেছেন দীর্ঘ ধারাবাহিক নাটক ‘সরল পাত্র চাই’। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা ও নির্মাতা শামীম জামান-ফারজানা রিক্তা, তারেক স্বপন-সামিনা বাশার, চিত্রনায়িকা অরিন-সোহান খান, শফিক খান দিলু, নিলা ইসলাম, শামীম আহমেদ, ফারগানা মিল্টন, শামীমা, কাঞ্চন সহ আরও অনেকে।
এ প্রসঙ্গে শামীম জামান বলেন, ‘সরল পাত্র চাই’ কমেডি গল্পের একটি ধারাবাহিক নাটক হাস্যরসে ভরপুর। কমেডি গল্প হলেও গল্পের শেষে বার্তা আছে। অনেকেই মনে করে থাকেন কমেডি মানেই ভাড়ামি তা কিন্তু নয় কমেডি গল্পও সুন্দর ভাবে উপস্থাপন করা যায়। তেমনই গল্পের একটি ধারাবাহিক এটি। আশা করছি সবাই বিনোদিত হবে।
নির্মাতা সোহেল তালুকদার বলেন, আমার নাটকগুলোতে সব সময় নতুনত্ব রাখার চেষ্টা থাকে এবারও ব্যতিক্রম হয়নি। খুব শীঘ্রই ধারাবাহিকটি একটি চ্যানেলে প্রচার শুরু হবে। আশা করছি দর্শকের ভালো লাগবে।

সদ্য প্রকাশিত

এরিয়া এনার্জি লিফট জেনারেটর এন্ড সাব স্টেশন এর পৃষ্ঠপোষকতায় তারকা বহুল ধারাবাহিক নাটক “গরম মহল্লা”

বিনোদন প্রতিবেদক-মহল্লা গরম করে চলেছে এসময়ের নির্মাতা নাসির উদ্দিন আহমেদ মাসুদের (নাসির উদ্দিন মাসুদ) একুশে টিভির ধারাবাহিক নাটক ‘গরম মহল্লা’। রাজধানী ঢাকার...

আদর-প্রকৃতির ‘অগ্নিশিখা’

বিনোদন প্রতিবেদক ভালোবাসার গল্পে চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা মানসী প্রকৃতিকে জুটি করে আব্দুল্লাহ জহির বাবুর গল্পে নির্মাতা আরিফুর...

প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে কিউকম প্রেজেন্টস ঢাকা ফ্যাশন ডে-২০২২

বিনোদন প্রতিবেদক - বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ; মডেল ও চলচ্চিত্র প্রযোজক পিয়াল হোসেন। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে...

কায়েস আরজু- শিরিন শিলা’র ” ভালোবাসি তোমায়”

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক কায়েস আরজু ও চিত্রনায়িকা শিরিন শিলা। তাঁরা প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে নতুন একটি...

সম্পর্কিত পোস্ট