প্রথমবারের মত “মিস ওয়াটার বাংলাদেশ ২০২০” খেতাবে ভূষিত হয়েছেন বাঁধন

শোবিজডেস্ক :মিস আর্থ বাংলাদেশ ২০২০ প্রতিযোগিতায় “মিস ওয়াটার বাংলাদেশ ২০২০” খেতাব জয় করেছেন উত্তর বঙ্গের শহর, পরিবেশ দূষনমুক্ত হিসাবে বিশ্বে প্রথম স্থান অধিকারকারী শহর রাজশাহীর মেয়ে ইয়াসমিন মুস্তারী বাঁধন। গত ৫ই অক্টোবরে অনুষ্ঠিত গালা রাউন্ডে বাঁধনকে উত্তরীয় ও ক্রাউন পরিয়ে “মিস ওয়াটার বাংলাদেশ ২০২০” খেতাবে ভুসিত করা হয়। গত ত্রিশ বছর ধরে বিশ্বের ৯৮টি দেশে এই সুন্দরী প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়ে আসছে। তবে বাংলাদেশে এবারই প্রথম অনুষ্ঠিত হল।

বাঁধন গত বছর ম্যানেজমেন্ট বিষয়ে এমবিএ সম্পন্ন করে বর্তমানে ঢাকায় একটি ব্যবসায় প্রতিষ্ঠানে কর্মরত আছেন। শিক্ষা জীবনে তিনি প্রতিটি পরিক্ষায় প্রথম বিভাগ অর্জন করেছেন। গর্বীত মা-বাবার শুধুমাত্র দু’টি কন্যা সন্তানের মধ্যে তিনিই বড়। রেডিও, টিভি, ইউটিউব ও স্টেজে উপস্থাপনায় পারদর্শী এই তরুনীর সখ মডেলিং, অভিনয়, নাচ, ক্রাফটিং ও পরিবেশ বিপর্যয় রোধ সহ দুস্থ্য জনগোষ্টির জন্য কাজ করা। তিনি নিজেকে হিউম্যানিস্ট বলে দাবি করেন আর সবাইকে ইতিবাচক থাকতে সাহায্য করেন। আর এই সুবাদে তিনি লাইফ কোচ্ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করছেন। তিনি নিউজ ডেস্ককে বলেন, বিশ্বের দরবারে দূষনমুক্ত এক নম্বর শহর হিসাবে ক্ষ্যত রাজশাহীর মেয়ে হিসাবে আমি গর্বীত, আমি সমগ্র বাংলাদেশকে রাজশাহীর ন্যায় গড়তে কাজ করতে চাই, সরকারি/বেসরকারি দেশি/বিদেশি সেবা সংস্থা সমূহের সংগে কাজ করার সুযোগ পেলে বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে একটি দূষনমুক্ত দেশ হিসাবে প্রতিষ্ঠায় ভুমিকা রাখতে পারব বলে আমি বিশ্বাস করি।

সদ্য প্রকাশিত

সম্পর্কিত পোস্ট