শোবিজ ডেস্ক :সম্প্রতি ঢাকার অদূরে সোনারগাঁ শুটিং শেষ হলো মিউজিক্যাল ফিল্ম ‘তোমার জন্য এ মন’। ‘যদি চাঁদ হতাম’ শিরোনামে শিল্পী ইকবাল হোসেন রুবেল এর কথা ও সুরে গানটির উপর নির্মিত হয় মিউজিক্যাল ফিল্মটি, গানটিতে আরো কন্ঠ দেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত মডেল অভিনেত্রী ও শিল্পী সঞ্চিতা দত্ত। সংগীত আয়োজন করেন মিনেল মাহবুব। সোনারগাঁয়ে সুন্দর লোকেশনে চিত্রায়িত হয় ফিল্মটির দৃশ্যধারণ। প্রযোজনা প্রতিষ্ঠান আঁখি রফিক প্রোডাকশন হাউজ থেকে ফিল্মটি প্রযোজনা করেছে। ক্যামেরায় ছিলেন মনজু। মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেন নির্মাতা আলম আনোয়ার। অভিনয় করেন- সোনিয়া আক্তার লাজুক ও সাগর। উল্লেখ্য- এই ফিল্মটিতে মডেল ও অভিনেত্রী লাজুককে দর্শক নতুন রুপে দেখতে পারবে। নির্মাতা আলম আনোয়ার জানান, একটি মেয়েকে প্রথম দেখায় একটি ছেলের ভ্রম থেকে গল্প এগিয়ে যায়। গল্প জুড়ে মেয়েটির নান্দনিক উপস্থিতি ছেলেটির ভ্রম কাটাতে পারে না, বাকিটা প্রচার হলে দেখবেন। তিনি আরও জানান, অচিরেই দেশের খ্যাতনামা অন লাইন চ্যানেলে মিউজিক্যাল ফিল্মটি প্রচারিত হবে।